ইউক্রেনকে ১ লাখ ড্রোন দেয়ার ঘোষণা যুক্তরাজ্যের

যুক্তরাজ্য আরো জানায়, ড্রোন সরবরাহের পাশাপাশি তারা জানুয়ারি থেকে ইউক্রেনে এক লাখ ৪০ হাজার আর্টিলারি শেলের চালান সম্পন্ন করেছে এবং এ বছর ইউক্রেনীয় সৈন্যদের প্রশিক্ষণের জন্য আরো ২৪৭ মিলিয়ন পাউন্ড ব্যয় করবে।

নয়া দিগন্ত অনলাইন
ড্রোন
ড্রোন |সংগৃহীত

যুক্তরাজ্য ঘোষণা দিয়েছে, ২০২৬ সালের এপ্রিলের মধ্যে তারা ইউক্রেনকে এক লাখ ড্রোন সরবরাহ করবে, যা আগের প্রতিশ্রুতির তুলনায় দশ গুণ বেশি। দেশটির সরকার বলছে, এ মানববিহীন উড়োযানগুলো যুদ্ধের ধরন বদলে দিয়েছে।

বুধবার (৪ জুন) ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

এর আগে, সোমবার যুক্তরাজ্যের সরকার স্বাধীনভাবে প্রকাশিত একটি কৌশলগত প্রতিরক্ষা পর্যালোচনা অনুমোদন করেছে, যেখানে সম্ভাব্য রাশিয়ান আগ্রাসনসহ অন্যান্য হুমকি মোকাবেলায় আরো প্রযুক্তিনির্ভর ও আক্রমণাত্মক ক্ষমতাসম্পন্ন সেনাবাহিনী গড়ে তোলার আহ্বান জানানো হয়েছে। এমন সময়েই যুক্তরাজ্যের পক্ষ থেকে ইউক্রেনকে ড্রোন সরবরাহ করার ঘোষণা দেয়া হলো।

রয়টার্স বলছে, রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে ইউক্রেনের তিন বছরের বেশি সময় ধরে চলা প্রতিরোধ সংগ্রামে ড্রোন যুদ্ধক্ষেত্রে বড় পরিবর্তন এনেছে বলে মনে করছে ব্রিটেন। সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে ইউক্রেনকে আরো বেশি সহায়তা দিতে চায় দেশটি।

যুক্তরাজ্য সরকার জানিয়েছে, ৩৫০ মিলিয়ন পাউন্ডের ড্রোন প্যাকেজটি ইউক্রেনের জন্য ৪.৫ বিলিয়ন পাউন্ডের একটি বৃহত্তর সামরিক সহায়তা উদ্যোগের অংশ।

যুক্তরাজ্যের পক্ষ থেকে ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী জন হিলি ৫০টি দেশের অংশগ্রহণে অনুষ্ঠিত ইউক্রেন ডিফেন্স কন্টাক্ট গ্রুপের ব্রাসেলস বৈঠকে ঘোষণাটি দেবেন। সেখানে যুক্তরাজ্যের সাথে আয়োজক হিসেবে জার্মানিও রয়েছে।

বৈঠকের আগে এক বিবৃতিতে হিলি বলেন, ‘এ বছর আরো কয়েক লাখ ড্রোন ও গুরুত্বপূর্ণ আর্টিলারি গোলাবারুদ সরবরাহের ক্ষেত্রে একটি বড় মাইলফলক অর্জন করে যুক্তরাজ্য ইউক্রেনের প্রতি তার সমর্থন বৃদ্ধি করছে।’

যুক্তরাজ্য আরো জানায়, ড্রোন সরবরাহের পাশাপাশি তারা জানুয়ারি থেকে ইউক্রেনে এক লাখ ৪০ হাজার আর্টিলারি শেলের চালান সম্পন্ন করেছে এবং এ বছর ইউক্রেনীয় সৈন্যদের প্রশিক্ষণের জন্য আরো ২৪৭ মিলিয়ন পাউন্ড ব্যয় করবে।