রাশিয়ার আক্রমণের মধ্যেই পোকরোভস্কে বিশেষ বাহিনী মোতায়েন ইউক্রেনের

কিয়েভ এই সপ্তাহের শুরুতে বলেছে, শত শত রাশিয়ান সৈন্য এই লজিস্টিক হাবে অনুপ্রবেশ করেছে।

নয়া দিগন্ত অনলাইন

ইউক্রেন পূর্বাঞ্চলীয় শহর পোকরোভস্কে বিশেষ বাহিনী মোতায়েন করেছে। শহরটি রাশিয়ার হাজার হাজার সৈন্যের তীব্র আক্রমণে চাপের মধ্যে রয়েছে। কিয়েভের শীর্ষ কমান্ডার শনিবার (১ নভেম্বর) এ তথ্য জানিয়েছে।

বার্তাসংস্থা এএফপি জানিয়েছে, ইউক্রেনের দোনেৎস্ক অঞ্চলের পোকরোভস্ক শহরটি ইউক্রেনীয় সেনাবাহিনীর একটি প্রধান সরবরাহ রুটে অবস্থিত। এক বছরেরও বেশি সময় ধরে এটি মস্কোর নজরে রয়েছে।

কিয়েভ এই সপ্তাহের শুরুতে বলেছে, শত শত রাশিয়ান সৈন্য এই লজিস্টিক হাবে অনুপ্রবেশ করেছে। ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অফ ওয়ার-এর প্রকাশিত যুদ্ধের মানচিত্র অনুযায়ী, বাকিরা সাঁড়াশির মতো গতিতে এই শহরের উপকণ্ঠের দিকে এগিয়ে আসছে।

শহরটি দখল করলে ক্রেমলিনের প্রচারণা জোরদার হবে। ইউক্রেনীয় কমান্ডার-ইন-চিফ ওলেক্সান্ডার সিরস্কি ফেসবুকে একটি পোস্টে বলেন, ‘পোকরোভস্ক থেকে রাশিয়ার বাহিনীকে ধ্বংস এবং সরিয়ে দেয়ার জন্য একটি ব্যাপক অভিযান চলছে।’

তিনি বলেন, ‘আমার নির্দেশে বিশেষ অপারেশন বাহিনীর একত্রিত দলগুলো শহরে কাজ করছে। তবে তিনি এ বিষয়ে বিস্তারিত কিছু বলেননি।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিওগুলোতে পোকরোভস্কের ওপর দিয়ে হেলিকপ্টার উড়তে দেখা গেছে।

সিরস্কি বলেন, পোকরোভস্ক ‘হাজার হাজার শক্তিশালী শত্রু গোষ্ঠীর’ চাপের মধ্যে রয়েছে। তবে মস্কো লজিস্টিক হাবটি ঘিরে রেখেছে এমন খবর অস্বীকার করে তিনি বলেন, ‘কোনো অবরোধ নেই।’

যুদ্ধের আগে পোকরোভস্ক শহরের জনসংখ্যা ছিল ৬০ হাজার। কিন্তু এটি এখন যুদ্ধের ফলে বিধ্বস্ত একটি বৃহৎ পরিত্যক্ত ভূমি।

রাশিয়া বর্তমানে ইউক্রেনীয় ভূখণ্ডের প্রায় এক-পঞ্চমাংশ নিয়ন্ত্রণ করে। এর মধ্যে ক্রিমিয়া উপদ্বীপও রয়েছে, যা তারা ২০১৪ সালে নিজেদের সাথে সংযুক্ত করেছে।

সূত্র : বাসস