যুক্তরাজ্যের পূর্বাঞ্চলীয় শহর কেমব্রিজশায়ারের কাছে শনিবার একটি ট্রেনে ছুরিকাঘাতের ঘটনায় কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ দুই সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেফতার করেছে।
রোববার (২ নভেম্বর) ভোরে ব্রিটিশ ট্রান্সপোর্ট পুলিশ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক বিবৃতিতে বলেছে, আহতদের মধ্যে অন্তত নয়জনের অবস্থা আশঙ্কাজনক বলে ধারণা করা হচ্ছে।
বিবৃতিতে একে একটি ‘গুরুতর ঘটনা’ হিসেবে ঘোষণা করা হয়েছে। এতে বলা হয়েছে, এ হামলার তদন্তে পুলিশের সন্ত্রাসবিরোধী ইউনিট সহায়তা করছে। এখন পর্যন্ত এ ঘটনায় দুইজনকে গ্রেফতার করা হয়েছে।
কেমব্রিজশায়ার পুলিশ একটি পৃথক বিবৃতি জারি করে বলেছে, শনিবার সন্ধ্যা ৭টা ৩৯ মিনিটে তারা খবর পায় ট্রেনে একাধিক ব্যক্তিকে ছুরিকাঘাত করা হয়েছে। তাদের সশস্ত্র সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে হান্টিংডনে ট্রেনটি থামান। এ সময় দুইজনকে গ্রেফতার করা হয়।
সরকারি তথ্য অনুযায়ী, ২০১১ সাল থেকে ইংল্যান্ড ও ওয়েলসে ছুরিকাঘাতের ঘটনা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। যুক্তরাজ্যে অস্ত্র ব্যবহারে বিশ্বের সবচেয়ে কঠোর নিয়ন্ত্রণ ব্যবস্থা থাকলেও দেশটির প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ক্রমবর্ধমান ছুরিকাঘাতের ঘটনাকে ‘জাতীয় সঙ্কট’ হিসেবে চিহ্নিত করেছেন।
সূত্র : আল জাজিরা
 


