রাশিয়ার নাগরিকদের ভিসায় বিধিনিষেধ আরোপ ইইউর

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) রাশিয়ার নাগরিকদের আর একাধিকবার প্রবেশযোগ্য (মাল্টিপল-এন্ট্রি) ভিসা দিবে না।

নয়া দিগন্ত অনলাইন
রাশিয়ার পাসপোর্ট
রাশিয়ার পাসপোর্ট |বাসস

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) রাশিয়ার নাগরিকদের আর একাধিকবার প্রবেশযোগ্য (মাল্টিপল-এন্ট্রি) ভিসা দিবে না। ইউক্রেন যুদ্ধকে ঘিরে মস্কোর ওপর চাপ বাড়াতে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে শুক্রবার জানায় জোটটি।

ব্রাসেলস থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

ব্রাসেলস এক বিবৃতিতে জানায়, ‘এখন থেকে রাশিয়ার নাগরিকরা আর মাল্টিপল-এন্ট্রি ভিসা পাবেন না। এর অর্থ হলো, রাশিয়ার নাগরিকদের ইইউতে ভ্রমণের পরিকল্পনা করলে প্রতিবার নতুন ভিসার জন্য আবেদন করতে হবে।’

সূত্র : এএফপি/বাসস