ইউক্রেনে ‘ন্যায়সঙ্গত যুদ্ধে’ জয়ী হচ্ছে রাশিয়া : পুতিন

রাশিয়া ক্রিমিয়াসহ ইউক্রেনের প্রায় এক লাখ ১৪ হাজার ৫০০ বর্গকিলোমিটার বা ১৯ শতাংশ এলাকা এবং দেশটির পূর্ব ও দক্ষিণ-পূর্বে একটি বড় অংশ নিয়ন্ত্রণ করে।

নয়া দিগন্ত অনলাইন
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন |সংগৃহীত

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইউক্রেনে রুশ বাহিনী জয়লাভ করছে। একে তিনি ‘ন্যায়সঙ্গত যুদ্ধ’ বলে অভিহিত করেছেন।

সোমবার (২৯ সেপ্টেম্বর) ক্রেমলিনের ওয়েবসাইটে প্রকাশিত একটি ভিডিওতে পুতিন বলেছেন, ‘আমাদের যোদ্ধা ও কমান্ডাররা আক্রমণ চালিয়ে যাচ্ছেন। পুরো দেশ, সমগ্র রাশিয়া এই ন্যায়সঙ্গত যুদ্ধ পরিচালনা করছে এবং কঠোর পরিশ্রম করছে।’

তিনি আরো বলেন, ‘আমরা একসাথে মাতৃভূমির প্রতি আমাদের ভালোবাসা ও ঐতিহাসিক ঐক্য রক্ষা করছি। আমরা লড়াই করছি এবং জয়লাভ হচ্ছি।’

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেন যুদ্ধ অবসানের জন্য নানা কূটনৈতিক প্রচেষ্টা চালালেও এই যুদ্ধের কোনো শেষ দেখা যাচ্ছে না। তিনি এ নিয়ে পুতিন, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও অন্যান্য ইউরোপীয় নেতাদের সাথে পৃথক বৈঠকও করেন।

যুদ্ধক্ষেত্রের ওপেন সোর্স মানচিত্র অনুসারে, রাশিয়া ক্রিমিয়াসহ ইউক্রেনের প্রায় এক লাখ ১৪ হাজার ৫০০ বর্গকিলোমিটার বা ১৯ শতাংশ এলাকা এবং দেশটির পূর্ব ও দক্ষিণ-পূর্বে একটি বড় অংশ নিয়ন্ত্রণ করে।

এর আগে, গত সপ্তাহে ট্রাম্প তার আগের অবস্থান পরিবর্তন করে বলেছিলেন, ইউক্রেন চাইলে তাদের পুরো অঞ্চল পুনরুদ্ধার করতে পারে। এদিকে ওয়াশিংটন বলছে, রাশিয়ার গভীরে আঘাত হানার জন্য টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র পাওয়ার জন্য কিয়েভের অনুরোধ বিবেচনা করা হচ্ছে।

অপরদিকে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রাশিয়ান বাহিনী পূর্ব ইউক্রেনের দোনেৎস্ক অঞ্চলের গুরুত্বপূর্ণ এলাকায় আরো দুটি সম্মুখভাগের গ্রাম নিয়ন্ত্রণ নিয়েছে।

সূত্র : টিআরটি ওয়ার্ল্ড