শান্তি প্রচেষ্টা জোরদারে আলোচনার জন্য তুরস্কে গেলেন জেলেনস্কি

রাশিয়ার সাথে যুদ্ধ অবসানের শান্তি প্রচেষ্টা জোরদারে আলোচনায় অংশ নিতে আজ বুধবার তুরস্কে গেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

নয়া দিগন্ত অনলাইন
শান্তি প্রচেষ্টা জোরদারে আলোচনার জন্য তুরস্কে গেলেন জেলেনস্কি
শান্তি প্রচেষ্টা জোরদারে আলোচনার জন্য তুরস্কে গেলেন জেলেনস্কি |সংগৃহীত

রাশিয়ার সাথে যুদ্ধ অবসানের শান্তি প্রচেষ্টা জোরদারে আলোচনায় অংশ নিতে আজ বুধবার তুরস্কে গেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

তবে যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ আলোচনায় অংশ নেবেন কিনা, তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে।

ইউক্রেনের প্রেসিডেন্টের প্রধান সহযোগী আন্দ্রি ইয়েরমাক সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ লিখেছেন, ‘প্রেসিডেন্ট জেলেনস্কির নেতৃত্বাধীন প্রতিনিধিদলের অংশ হিসেবে তুরস্কে পৌঁছেছি।’

তিনি আরো জানান, উইটকফের সাথে ‘নিরবচ্ছিন্ন যোগাযোগ’ রাখছি। তবে উইটকফ এখনো নিশ্চিত করেননি যে তিনি আলোচনায় অংশ নেবেন কিনা।

সূত্র : এএফপি/বাসস