রুশ ড্রোন হামলা মোকাবেলার জন্য ইউরোপ প্রস্তুত নয় : ইইউ

ইইউ একটি ড্রোন প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলার পরিকল্পনা করছে। তবে এখনো কোনো চূড়ান্ত নকশা হয়নি এবং বাস্তবায়নেও দীর্ঘ সময় লাগবে।

নয়া দিগন্ত অনলাইন
ইউরোপীয় ইউনিয়নের প্রতিরক্ষা কমিশনার আন্দ্রিয়াস কুবিলিয়াস
ইউরোপীয় ইউনিয়নের প্রতিরক্ষা কমিশনার আন্দ্রিয়াস কুবিলিয়াস |সংগৃহীত

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতিরক্ষা কমিশনার আন্দ্রিয়াস কুবিলিয়াস সোমবার (১৭ নভেম্বর) বলেছেন, রাশিয়ার ড্রোন হামলা কার্যকরভাবে মোকাবেলা করতে ইউরোপ প্রস্তুত নয়। তিনি বলেছেন, নিজেদের সুরক্ষায় ইউরোপের উচিত ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে পরীক্ষিত সক্ষমতাকে নিজেদের বহরে একীভূত করা।

সেপ্টেম্বরে পোল্যান্ডের ওপর দিয়ে ন্যাটো জেট বিমানগুলো রুশ ড্রোন ভূপাতিত করার পর ২৭টি দেশ নিয়ে গঠিত এই জোট তাদের ড্রোন প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করার জন্য হিমশিম খাচ্ছে।

ভিলনিয়াসে এক বক্তৃতায় কুবিলিয়াস বলেন, ‘পোল্যান্ড, বাল্টিক রাজ্য ও রোমানিয়ার বিরুদ্ধে রাশিয়ার উস্কানিমূলক ড্রোন হামলার পর আমাদের কেন দুই বছরেরও বেশি সময় লেগে গেল বুঝতে যে আমরা রুশ ড্রোন শনাক্ত করতে ও সাশ্রয়ী উপায়ে ধ্বংস করতে প্রস্তুত নই? রাশিয়ানরা শিখছে। আমরা কি তা করছি?’

পোল্যান্ডের ঘটনার পর ন্যাটো তাদের পূর্ব দিকে শক্তি বৃদ্ধি করেছে এবং আরো ড্রোন প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করছে। ইইউও একটি ড্রোন প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলার পরিকল্পনা করছে। তবে এখনো কোনো চূড়ান্ত নকশা হয়নি এবং বাস্তবায়নেও দীর্ঘ সময় লাগবে।

কুবিলিয়াস জোর দিয়ে বলেন, ইউরোপ যখন নিজেদের ঘাটতি পূরণে ব্যস্ত, তখন ইউক্রেনের যুদ্ধরত প্রায় আট লাখ অভিজ্ঞ সেনা ও তাদের সক্ষমতাকে ইউরোপের বিস্তৃত প্রতিরক্ষা কাঠামোর অংশ হিসেবে বিবেচনা করা জরুরি।

তিনি বলেন, ‘যদি আমরা তা না করি, তাহলে আমরা একটি ঐতিহাসিক ভুল করব। যা আমাদের দুর্বল করে তুলবে। এবং ইউক্রেনকেও দুর্বল করে তুলবে।’

সূত্র : এএফপি