ইউক্রেন শনিবার (১৩ ডিসেম্বর) অভিযোগ করেছে, কৃষ্ণ সাগরে সূর্যমুখী তেল বহনকারী একটি তুর্কি জাহাজে হামলা চালিয়েছে রাশিয়া। এর এক দিন আগে ইউক্রেনের একটি বন্দরে তুর্কি মালিকানাধীন একটি জাহাজে রুশ হামলার ফলে ওই জাহাজে আগুন ধরে যায়।
বার্তাসংস্থা এএফপি জানিয়েছে, ইউক্রেনের নৌবাহিনী সামাজিক যোগাযোগমাধ্যমে বলেছে, ‘তুর্কি জাহাজ ভিভাকে লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। ওই জাহাজটি সূর্যমুখী তেল নিয়ে মিসরে যাচ্ছিল।’
ইউক্রেনের নৌবাহিনী জানায়, ১১ জন ক্রু বা নাবিকের কেউ আহত হয়নি এবং জাহাজটি তার যাত্রা চালিয়ে যেতে সক্ষম হয়েছে। নৌবাহিনী ক্ষতিগ্রস্ত জাহাজের একটি ভিডিও প্রকাশ করেছে।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই হামলার নিন্দা জানিয়ে বলেছেন, ‘এটি খাদ্য নিরাপত্তার ওপর আঘাত। যেসব জাহাজের যুদ্ধের সাথে কোনো সম্পর্ক নেই, সেগুলোতে হামলা করা রাশিয়ার সমগ্র বিশ্বের প্রতি একটি সরাসরি চ্যালেঞ্জ।’
তিনি আরো বলেন, ‘আমরা আমাদের অংশীদারদের সাথে আলোচনা করে ঠিক করব কিভাবে এর প্রতিক্রিয়া জানানো হবে।’
এদিকে শুক্রবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে আলোচনার সময় তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান বন্দর ও জ্বালানি স্থাপনায় হামলা বন্ধের আহ্বান জানানোর পর এটি তুর্কি জাহাজে দ্বিতীয় হামলার ঘটনা।
সূত্র : বাসস



