রাশিয়ার হামলায় ইউক্রেনে শিশুসহ আহত ৪

রাশিয়া ইউক্রেনের ওডেসা শহরে ড্রোন হামলা চালিয়েছে। রাশিয়ার ওই ড্রোন হামলায় তিন শিশুসহ চারজন আহত হয়েছে।

নয়া দিগন্ত অনলাইন
রাশিয়ার হামলায় ইউক্রেনে শিশুসহ আহত ৪
রাশিয়ার হামলায় ইউক্রেনে শিশুসহ আহত ৪ |সংগৃহীত

রাশিয়া ইউক্রেনের ওডেসা শহরে ড্রোন হামলা চালিয়েছে। রাশিয়ার ওই ড্রোন হামলায় তিন শিশুসহ চারজন আহত হয়েছে। ওডেসার সামরিক প্রশাসন আজ বুধবার এ তথ্য জানিয়েছে।

ওডেসার সামরিক প্রশাসনের আঞ্চলিক প্রধান টেলিগ্রামে বলেছেন, ‘রাশিয়ার ড্রোনগুলো আমাদের অঞ্চলের আবাসিক এলাকা ও জ্বালানি অবকাঠামোতে আক্রমণ করেছে।’

শহরের সামরিক প্রশাসনের প্রধান সের্গেই লিসাক পৃথক এক টেলিগ্রাম পোস্টে জানিয়েছেন, রাশিয়ার হামলায় ১৪ বছর বয়সী এক কিশোর এবং আট বছর ও সাত মাস বয়সী দুই শিশুসহ চার জন আহত হয়েছে।

তিনি আরো বলেন, ৪২ বছর বয়সী এক ব্যক্তি রাশিয়ার এই হামলায় ‘গুরুতর’ আহত হয়েছে। ইউক্রেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বাসভবনে ড্রোন হামলা চালিয়েছে এমন অভিযোগ তুলেছে মস্কো।

কিয়েভ এ অভিযোগকে ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে এবং জানিয়েছে যুদ্ধ অবসানের শান্তি আলোচনাকে বাধাগ্রস্ত করতেই এমন দাবি তোলা হচ্ছে। মিথ্যা তথ্য প্রচারের অভিযোগ আনার পর এই হামলা চালানো চালায় রাশিয়া।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাশিয়ার দাবিকে ‘সম্পূর্ণ ভিত্তিহীন’ বলে অভিহিত করেছেন। তিনি জানিয়েছেন, তিনি ৬ জানুয়ারি ফ্রান্সে কিয়েভের মিত্রদের নেতাদের সাথে শান্তি প্রচেষ্টাগুলো পুনরায় জোরদার করার জন্য বৈঠক করবেন।

ক্রেমলিন গতকাল মঙ্গলবার জানিয়েছে, তারা নভগোরোদ অঞ্চলে পুতিনের বাসভবনে কথিত ড্রোন হামলাকে একটি ‘সন্ত্রাসী কর্মকাণ্ড’ ও ‘পুতিনের বিরুদ্ধে ব্যক্তিগত আক্রমণ’ বলে মনে করছে।

তবে তারা জানিয়েছে, তাদের দাবির পক্ষে প্রমাণ দিতে পারবে না, কারণ সব ড্রোনগুলো গুলি করে ভূপাতিত করা হয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত রোববার বলেছেন, ইউক্রেনে রাশিয়ার আক্রমণ বন্ধ করার জন্য একটি চুক্তি আগের চেয়েও কাছাকাছি রয়েছে। তবে যুদ্ধরত দেশগুলোর নেতাদের সাথে নতুন করে আলোচনার পর ভূখণ্ডের আলোড়ন সংক্রান্ত ইস্যুতে স্পষ্ট কোনো অগ্রগতি হয়নি।

সূত্র : এএফপি/বাসস