যুক্তরাজ্যে আশ্রয়প্রাপ্ত ব্যক্তিদের স্থায়ীভাবে বসবাসের ক্ষেত্রে আবেদন করার জন্য ২০ বছর অপেক্ষা করতে হবে। আগামীকাল সোমবার দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদ এ ঘোষণা দিতে পারেন।
ব্রিটিশ সরকার ছোট নৌকায় করে আসা অভিবাসীদের সংখ্যা ও আশ্রয়প্রার্থীদের আবেদন কমানোর চেষ্টার অংশ হিসেবে তাদের আশ্রয় নীতিতে এই পরিবর্তন আনছে।
এই পরিকল্পনার অধীনে, আশ্রয়প্রাপ্ত ব্যক্তিদের কেবল অস্থায়ীভাবে যুক্তরাজ্যে থাকার অনুমতি দেয়া হবে। এ সময় তাদের শরণার্থী মর্যাদা নিয়মিত পর্যালোচনা করা হবে এবং যাদের নিজ দেশ নিরাপদ বলে বিবেচিত হবে তাদের ফিরে যেতে বলা হবে।
বর্তমানে শরণার্থী মর্যাদা পাঁচ বছরের জন্য স্থায়ী হয়। এরপর তারা এরপর তারা স্থায়ীভাবে থাকার জন্য আবেদন করতে পারেন। তবে স্বরাষ্ট্রমন্ত্রী এখন প্রাথমিক সময়কাল পাঁচ বছর থেকে কমিয়ে আড়াই বছর করতে চান। এর পরে শরণার্থী মর্যাদা নিয়মিত পর্যালোচনা করা হবে। কিন্তু তিনি যুক্তরাজ্যে স্থায়ী বসবাসের জন্য যে সময় লাগবে তা পাঁচ বছর থেকে বাড়িয়ে ২০ বছর করার পরিকল্পনা করছেন।
শাবানা মাহমুদ সানডে টাইমসকে বলেন, ‘সংস্কারগুলো মূলত মানুষকে বলার জন্যই করা হয়েছে। যেন তারা অবৈধ অভিবাসী হিসেবে এই দেশে নৌকায় চড়ে না আসেন।’
তিনি বলেন, ‘অবৈধ অভিবাসন আমাদের দেশকে ছিন্নভিন্ন করছে। আমাদের দেশকে ঐক্যবদ্ধ করা সরকারের কাজ। যদি আমরা এর সমাধান না করি, তাহলে আমার মনে হয় আমাদের দেশ আরো অনেক বেশি বিভক্ত হয়ে যাবে।’
সংস্কার নীতিটি ডেনমার্কের অনুকরণে করা হয়েছে। দেশটিতে বামপন্থী সোশ্যাল ডেমোক্র্যাট সরকারের নেতৃত্বাধীন ডেনমার্কে আশ্রয় ও অভিবাসন ব্যবস্থা ইউরোপের মধ্যে সবচেয়ে কঠোর।
সূত্র : বিবিসি



