ইতালির রাস্তায় মুখ থুবড়ে পড়ল বিমান, বিস্ফোরণে নিহত ২

কর্তৃপক্ষ ধারণা করছে, বিমান চালক মহাসড়কটিতে জরুরি অবতরণের চেষ্টা করছিলেন। কিন্তু তিনি বিমানটি নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হন। ফলে তা বিধ্বস্ত হয়।

নয়া দিগন্ত অনলাইন
ইতালির রাস্তায় বিমান বিধ্বস্তের দৃশ্য
ইতালির রাস্তায় বিমান বিধ্বস্তের দৃশ্য |সংগৃহীত

ইতালির একটি ব্যস্ত মহাসড়কে একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে দুইজন নিহত হয়েছেন। মঙ্গলবার উত্তর ইতালির ব্রেসিয়া শহরের একটি মহাসড়কে ফ্রেসিয়া আরজি আল্ট্রালাইট বিমানটি মুখ থুবড়ে পড়ে। ভিডিওতে দেখা গেছে, রাস্তায় ভেঙে পড়ার সাথে সাথে বিমানটিতে আগুন ধরে যায়।

বিমান বিধ্বস্তের পর ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে বিমান চালক ৭৫ বছর বয়সী আইনজীবী সার্জিও রাভাগলিয়া (৭৫) এবং তার সঙ্গী ৬০ বছর বয়সী অ্যান মারি ডি স্টেফানো।

কর্তৃপক্ষ ধারণা করছে, রাভাগলিয়া মহাসড়কটিতে জরুরি অবতরণের চেষ্টা করছিলেন। কিন্তু তিনি বিমানটি নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হন। ফলে তা বিধ্বস্ত হয়।

বিস্ফোরণে দু’জন মোটরবাইক চালকও আহত হন। দুর্ঘটনাস্থলে জরুরি পরিষেবাগুলো দ্রুত পৌঁছালেও বিমানটি ইতোমধ্যেই আগুনে সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যায়।

ফ্রেচিয়া আরজি ইতালিতে নির্মিত একটি অতি হালকা বিমান, যা কার্বন ফাইবার দিয়ে তৈরি। এর ডানার প্রস্থ প্রায় ৩০ ফুট।

বিমান দুর্ঘটনার তদন্তে সহায়তা করার জন্য ইতালির জাতীয় বিমান সুরক্ষা সংস্থা ব্রেসিয়ায় একজন পরামর্শদাতা পাঠিয়েছে। ইতোমধ্যে ব্রেসিয়ার পাবলিক প্রসিকিউটরের কার্যালয় একটি হত্যাকাণ্ডের তদন্ত শুরু করেছে এবং বিমানের রক্ষণাবেক্ষণের ইতিহাস এবং যান্ত্রিক অবস্থা পরীক্ষা-নিরীক্ষা করছে।

সূত্র : এনডিটিভি