রাশিয়ার পূর্বাঞ্চলে ৭.৮ মাত্রার ভূমিকম্প

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, কামচাটকা অঞ্চলের প্রশাসনিক কেন্দ্র পেত্রোপাভলোভস্ক-কামচাতস্কি শহর থেকে প্রায় ১২৮ কিলোমিটার পূর্বে ভূমিকম্পটির উৎপত্তি।

নয়া দিগন্ত অনলাইন

রাশিয়ার সুদূর পূর্বাঞ্চলে কামচাটকা উপদ্বীপের উপকূলে শুক্রবার (১৯ সেপ্টেম্বর) ভোরে ৭.৮ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পের পর কর্তৃপক্ষ সুনামি সতর্কতা জারি করেছে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, কামচাটকা অঞ্চলের প্রশাসনিক কেন্দ্র পেত্রোপাভলোভস্ক-কামচাতস্কি শহর থেকে প্রায় ১২৮ কিলোমিটার পূর্বে ভূমিকম্পটির উৎপত্তি। এর উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের মাত্র ১০ কিলোমিটার গভীরে।

রাশিয়ার রাষ্ট্রীয় ভূ-ভৌতিক পরিষেবার স্থানীয় শাখা কমপক্ষে পাঁচটি আফটারশকের কথা জানিয়েছে। এদিকে মার্কিন প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কতা কেন্দ্র নিকটবর্তী উপকূলে সম্ভাব্য সুনামির সতর্কতা জারি করেছে।

কামচাটকার গভর্নর ভ্লাদিমির সোলোদভ সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে বলেছেন, ‘এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। উপদ্বীপের পূর্ব উপকূলে সুনামির সতর্কতা জারি করা হয়েছে। জনসাধারণকে সতর্ক করা হচ্ছে।’

কামচাটকা উপদ্বীপটি রিং অফ ফায়ার নামে পরিচিত একটি টেকটোনিক বেল্টে অবস্থিত। এটি প্রশান্ত মহাসাগরের বেশিভাগ অংশকে ঘিরে রয়েছে এবং এখানে প্রায়ই ভূকম্পন হয়।

এর আগে, গত জুলাই মাসে এই অঞ্চলের উপকূলে ৮.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের ফলে সুনামি দেখা দেয়। যা উপকূলীয় একটি গ্রামের কিছু অংশ ভাসিয়ে নিয়ে যায়।

সূত্র : এএফপি