ইতালির ক্রেডিট রেটিংয়ের মান বাড়াল ফিচ

আন্তর্জাতিক সংস্থা ফিচ ইতালির ক্রেডিট রেটিং ‘বিবিবি’ থেকে বাড়িয়ে ‘বিবিবি+’ করেছে, কৃচ্ছ্রসাধন ও ঘাটতি কমানোর সাফল্যের স্বীকৃতিস্বরূপ।

নয়া দিগন্ত অনলাইন
ফিচ রেটিংস ইতালির ক্রেডিট রেটিং এক ধাপ বাড়িয়েছে।
ফিচ রেটিংস ইতালির ক্রেডিট রেটিং এক ধাপ বাড়িয়েছে। |সংগৃহীত

কট্টর ডানপন্থী সরকারের কৃচ্ছ্রতাসাধন পরিকল্পনার স্বীকৃতি হিসেবে আন্তর্জাতিক ক্রেডিট রেটিং সংস্থা ফিচ রেটিংস ইতালির ক্রেডিট রেটিং এক ধাপ বাড়িয়েছে।

ফ্রান্সের রেটিং কমানোর অল্প কিছু সময় পরই এই পদক্ষেপ নেয়া হয়।

শুক্রবার প্রকাশিত প্রতিবেদনে ফিচ জানিয়েছে, ইতালির রেটিং ‘বিবিবি+’ তে উন্নীত করা হয়েছে, যা এর আগে ছিল ‘বিবিবি’। রেটিংয়ের সাথে স্থিতিশীল দৃষ্টিভঙ্গি দেয়া হয়েছে।

ফিচ বলেছে, ইতালির আর্থিক পরিকল্পনায় আস্থা বৃদ্ধি পেয়েছে। নতুন ইউরোপীয় ইউনিয়নের আর্থিক কাঠামোর অধীনে লক্ষ্য অর্জনে তাদের অঙ্গীকার ও আর্থিক শৃঙ্খলার ধারাবাহিক রেকর্ডই এ উন্নীতকরণের মূল কারণ।

সংস্থাটি আরো উল্লেখ করে, রাজনৈতিক স্থিতিশীলতা ও চলমান সংস্কার উদ্যোগ ইতালির আর্থিক অবস্থানকে শক্তিশালী করেছে।

ফ্রান্সের ক্রেডিট রেটিং সম্প্রতি কমিয়ে দিলেও স্পেন ও পর্তুগালের মতো ইউরোজোনের কয়েকটি দেশের রেটিং ইতোমধ্যেই বেড়েছে।

ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির নেতৃত্বাধীন সরকার গত দু’বছর ধরে ঘাটতি কমানো ও কৃচ্ছ্রসাধনের নীতি অনুসরণ করছে।

তথ্য অনুযায়ী, ঋণভারাক্রান্ত ইতালির প্রবৃদ্ধি ২০২৩ ও ২০২৪ সালে ছিল ০.৭ শতাংশ। তবে ঘাটতি কমানোয় দেশটি উল্লেখযোগ্য সাফল্য দেখিয়েছে। বাজেট ঘাটতি ২০২৩ সালের ৭.২ শতাংশ থেকে নেমে ২০২৪ সালে ৩.৪ শতাংশে এসেছে ।

সূত্র : বাসস