মার্কিন পরিকল্পনায় ‘ইউক্রেনীয় দৃষ্টিভঙ্গি’ থাকতে পারে : জেলেনস্কি

ইউক্রেন যুদ্ধ অবসানে মার্কিন পরিকল্পনা নিয়ে রোববার জেনেভায় আলোচনায় বসেছে যুক্তরাষ্ট্র, ইউক্রেন ও ইউরোপের একাধিক দেশ।

নয়া দিগন্ত অনলাইন
ভলোদিমির জেলেনস্কি
ভলোদিমির জেলেনস্কি |সংগৃহীত

ইউক্রেন যুদ্ধ অবসানে মার্কিন পরিকল্পনা নিয়ে রোববার জেনেভায় আলোচনায় বসেছে যুক্তরাষ্ট্র, ইউক্রেন ও ইউরোপের একাধিক দেশ।

এ প্রসঙ্গে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, রাশিয়ার সাথে যুদ্ধ অবসানে বিতর্কিত মার্কিন পরিকল্পনায় ‘ইউক্রেনীয় দৃষ্টিভঙ্গি’ থাকতে পারে।

জেলেনস্কি সামাজিক যোগাযোগমাধ্যমে বলেন, বর্তমানে একটি বোঝাপড়া রয়েছে, মার্কিন প্রস্তাবগুলোতে ইউক্রেনীয় দৃষ্টিভঙ্গির ভিত্তিতে বেশ কিছু উপাদান থাকতে পারে। এগুলো ইউক্রেনের জাতীয় স্বার্থের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সূত্র : এএফপি/বাসস