মস্কোতে বিস্ফোরণে দুই পুলিশ নিহত

মস্কোতে মঙ্গলবার রাতে সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করতে গিয়ে এক বিস্ফোরণে দুই পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন।

নয়া দিগন্ত অনলাইন
মস্কোতে বিস্ফোরণে দুই পুলিশ নিহত
মস্কোতে বিস্ফোরণে দুই পুলিশ নিহত |সংগৃহীত

মস্কোতে মঙ্গলবার রাতে সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করতে গিয়ে এক বিস্ফোরণে দুই পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। রাশিয়ার তদন্ত কমিটি বুধবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

কমিটির বিবৃতিতে বলা হয়, কর্মকর্তারা যখন সন্দেহভাজন ব্যক্তির কাছে যান, তখন একটি বিস্ফোরক যন্ত্র বিস্ফোরিত হয়।

টেলিগ্রামে দেয়া আগের এক বিবৃতিতে বলা হয়, তদন্তকারীরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং বিস্ফোরক পরীক্ষাসহ ফরেনসিক প্রমাণ সংগ্রহ করছেন।

রুশ টেলিভিশনে সম্প্রচারিত ছবিতে দেখা যায়, ঘটনাস্থল কর্ডন করে রাখা হয়েছে এবং সেখানে বিপুল পুলিশের উপস্থিতি রয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মঙ্গলবার স্থানীয় সময় রাত প্রায় ১টা ৩০ মিনিটে এ বিস্ফোরণ ঘটে।

একই স্থানের কাছে সোমবার লেফটেন্যান্ট জেনারেল ফানিল সারভারভ নিহত হন। গাড়ির নিচে পুতে রাখা বিস্ফোরক যন্ত্র বিস্ফোরিত হয়ে তিনি মারা যান। সারভারভ ছিলেন রুশ জেনারেল স্টাফের প্রশিক্ষণ বিভাগের প্রধান।

২০২২ সালের ফেব্রুয়ারিতে মস্কো ইউক্রেনে সেনা পাঠানোর পর থেকে রুশ সামরিক কর্মকর্তা ও ক্রেমলিনপন্থী ব্যক্তিদের লক্ষ্য করে রাশিয়া এবং ইউক্রেনের দখলকৃত অংশে একাধিক হামলার জন্য কিয়েভকে দায়ী করা হয়েছে। কিয়েভ কিছু হামলার দায় স্বীকার করেছে।

ইউক্রেনের জিইউআর গোয়েন্দ সেবা’র একটি সূত্র পুলিশ কর্মকর্তাদের ‘নির্মূল’ হওয়াকে স্বাগত জানিয়েছে। তারা তথ্য-প্রমাণ ছাড়াই দাবি করেছে, ওই কর্মকর্তারা ইউক্রেনে যুদ্ধ করেছে এবং ইউক্রেনীয় যুদ্ধবন্দীদের নির্যাতন করেছে।

জিইউআর সূত্র এক বিবৃতিতে জানিয়েছে, হামলাটি একজন ‘স্থানীয় বাসিন্দার’ দ্বারা পরিচালিত হয়েছে এবং তারা (ইউক্রেনীয় বাহিনী) এতে জড়িত নয়।

সূত্র : এএফপি/বাসস