আগামী বছর জলবায়ু সম্মেলন কপ৩১ অনুষ্ঠিত হবে তুরস্কে

ব্রাজিলে আয়োজিত কপ৩০-এ সমঝোতার মধ্য দিয়ে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। এই সমঝোতায় কপ৩১ আয়োজন নিয়ে অস্ট্রেলিয়া ও তুরস্কের মধ্যে চলমান বিরোধের অবসান হবে বলে ধারণা করা হচ্ছে।

নয়া দিগন্ত অনলাইন
তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান
তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান |সংগৃহীত

জাতিসঙ্ঘের জলবায়ুবিষয়ক বৈশ্বিক সম্মেলন কপ৩১ আগামী বছর তুরস্কে অনুষ্ঠিত হবে। তবে সম্মেলনের প্রস্তুতি নিতে বিভিন্ন দেশের সাথে আলোচনার নেতৃত্ব দেবে অস্ট্রেলিয়া।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ জানিয়েছেন, ব্রাজিলে আয়োজিত কপ৩০-এ সমঝোতার মধ্য দিয়ে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বার্ষিক কপ সম্মেলন হলো জলবায়ু কর্মকাণ্ড পরিচালনার জন্য বিশ্বের প্রধান ফোরাম। এই সমঝোতার মধ্য দিয়ে কপ৩১ আয়োজন নিয়ে অস্ট্রেলিয়া ও তুরস্কের মধ্যে চলমান বিরোধের অবসান হবে বলে ধারণা করা হচ্ছে।

২০২২ সালে উভয় দেশই কপ সম্মেলন আয়োজনের আবেদন করেছিল। সমঝোতার আগ পর্যন্ত কোনো পক্ষই নিজেদের অবস্থান থেকে সরে আসতে রাজি হয়নি।

আলবানিজ বলেন, দুই পক্ষ এখন একটি চুক্তির কাছাকাছি পৌঁছেছে। যার ফলে তুরস্ক শীর্ষ সম্মেলনের সভাপতি হিসেবে কপ৩১ আয়োজন করবে। প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সম্মেলন-পূর্ববর্তী অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে এবং দর-কষাকষির দায়িত্ব পালন করবে অস্ট্রেলিয়া।

দুই দেশের হাতে এখন সময় আছে মাত্র এক বছর। এতে কয়েক হাজার মানুষ অংশগ্রহণ করবেন এবং জলবায়ু লক্ষ্যমাত্রা নিয়ে দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় আলোচনা হবে।

সূত্র : রয়টার্স