মার্কিন শান্তি পরিকল্পনা

রাশিয়াকে ভূখণ্ড ছেড়ে দেয়াই ‘প্রধান সমস্যা’ : জেলেনস্কি

মার্কিন শান্তি পরিকল্পনার খসড়ায় খেরসন ও জাপোরিঝিয়ায় ফ্রন্টলাইন স্থগিত করার প্রস্তাব দেয়া হয়েছে, যার ফলে মস্কোকে ওই অঞ্চলের বিশাল এলাকার নিয়ন্ত্রণ দেয়া হবে বলে মনে করছে ইউক্রেন।

নয়া দিগন্ত অনলাইন
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি |সংগৃহীত

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, দখলকৃত ভূখণ্ড রাশিয়াকে ছেড়ে দেয়ার বিষয়ে যা বলা হয়েছে, সেটিই মার্কিন-সমর্থিত শান্তি পরিকল্পনার ‘প্রধান সমস্যা’।

সোমবার (২৪ নভেম্বর) শান্তি পরিকল্পনা নিয়ে আলোচনার পর তিনি এই মন্তব্য করেন।

যুক্তি তুলে ধরে জেলেনস্কি আরো বলেন, “বলপ্রয়োগের মাধ্যমে ইউক্রনের যেসব ভূমি রাশিয়া ইতোমধ্যে দখল করে নিয়েছে, আনুষ্ঠানিকভাবে সেটি তাদেরকে ভোগদখলের অনুমতি দেয়া বিশ্বে ‘একটি বিপজ্জনক ঘটনার নজির’ স্থাপন করবে।”

উল্লেখ্য, মার্কিন শান্তি পরিকল্পনার খসড়ায় খেরসন ও জাপোরিঝিয়ায় ফ্রন্টলাইন স্থগিত করার প্রস্তাব দেয়া হয়েছে, যার ফলে মস্কোকে ওই অঞ্চলের বিশাল এলাকার নিয়ন্ত্রণ দেয়া হবে বলে মনে করছে ইউক্রেন।

শান্তি পরিকল্পনার খসড়ায় আরো বলা হয়েছে, ‘কিয়েভের উচিত পূর্ব দনবাস অঞ্চলের এলাকাগুলো, যা এখনো ইউক্রেনের নিয়ন্ত্রণে রয়েছে, সেটির নিয়ন্ত্রণ রাশিয়ার কাছে হস্তান্তর করা। এটিও ইউক্রেনের জন্য বড় উদ্বেগের বিষয় বলে জানিয়েছেন জেলেনস্কি।’

জেলেনস্কি বারবার উল্লেখ করেছেন যে, ডনবাস ছেড়ে দিলে ভবিষ্যতে ইউক্রেন আবারো রাশিয়ার আক্রমণের ঝুঁকিতে পড়বে।

এর আগে, মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউক্রেন জানিয়েছিল যে, জেনেভায় ২৮-দফা শান্তি পরিকল্পনা নিয়ে যে আলোচনা হয়, সেটি ‘অত্যন্ত ফলপ্রসূ’ ছিল।

সূত্র : বিবিসি