সম্পদ ব্যবস্থাপনা সংস্থা বানকা জেনারেলির অধিগ্রহণের জন্য ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের (ইসিবি) কাছ থেকে একটি সবুজ সংকেত পেয়েছে ইতালীয় ব্যাংক মেডিওব্যাঙ্কা।
মঙ্গলবার মেডিওব্যাঙ্কা একটি সংক্ষিপ্ত বিবৃতিতে জানিয়েছে, তাদের বানকা জেনারেলির সরাসরি নিয়ন্ত্রণ নেয়ার অনুমোদন দেয়া হয়েছে এবং ইসিবির কাছে তাদের অধিগ্রহণ পরিকল্পনা উপস্থাপনের জন্য ছয় মাস সময় দেয়া হয়েছে। খবর এএফপির।
গত এপ্রিল মাসে মেডিওব্যাঙ্কা ৬.৩ বিলিয়ন ইউরো (৭.৪ বিলিয়ন ডলার) মূল্যের একটি বিড ঘোষণা করেছিল, যা তারা তাদের বীমা প্রতিষ্ঠান জেনেরালিতে থাকা ১৩.১ শতাংশ শেয়ারের মাধ্যমে অর্থায়ন করছে।
গত মাসের শেষের দিকে, ব্যাংকটি বলেছে যে ইতালীয় সরকার কৌশলগত খাতে অধিগ্রহণের ক্ষেত্রে কিছু বিধিনিষেধমূলক শর্ত নির্ধারণের জন্য বিশেষ ‘গোল্ডেন পাওয়ারস’ প্রয়োগ না করার সিদ্ধান্ত নিয়েছে।
মেডিওব্যাঙ্কা নিজেই রাষ্ট্র-সমর্থিত বানকা মন্টে পাসচি ডি সিয়েনা (এমপিএস) দ্বারা প্রতিকূল অধিগ্রহণকে প্রতিহত করার চেষ্টা করছে। যা প্রথম জানুয়ারিতে চালু হয়েছিল, যার মূল্য ছিল মেডিওব্যাঙ্কার ১৩.৪ বিলিয়ন ইউরো।