দীর্ঘ ২৫ বছর আলোচনার পর ঐতিহাসিক বাণিজ্য চুক্তি ইইউ-মার্কোসুর

দীর্ঘ ২৫ বছর আলোচনার পর একটি মুক্ত বাণিজ্য চুক্তি সম্পন্ন করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও দক্ষিণ আমেরিকার বাণিজ্যিক জোট মার্কোসুর।

নয়া দিগন্ত অনলাইন
দীর্ঘ ২৫ বছর আলোচনার পর ঐতিহাসিক বাণিজ্য চুক্তি ইইউ-মার্কোসুর
দীর্ঘ ২৫ বছর আলোচনার পর ঐতিহাসিক বাণিজ্য চুক্তি ইইউ-মার্কোসুর |সংগৃহীত

দীর্ঘ ২৫ বছর আলোচনার পর একটি মুক্ত বাণিজ্য চুক্তি সম্পন্ন করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও দক্ষিণ আমেরিকার বাণিজ্যিক জোট মার্কোসুর।

গতকাল শনিবার (১৭ জানুয়ারি) প্যারাগুয়েতে আয়োজিত এক অনুষ্ঠানে বাণিজ্য চুক্তিতে স্বাক্ষর করেন উভয় পক্ষের প্রতিনিধিরা।

বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, এই চুক্তির মধ্য দিয়ে ৭০০ মিলিয়ন মানুষের এক বিশাল বাজার একত্রিত হবে। এতে দুই অঞ্চলের অর্থনৈতিক নিরাপত্তা আরো শক্তিশালী হবে। অনেকাংশে হ্রাস পাবে উভয় পক্ষের আমদানি-রফতানি শুল্কও।

২০২৪ সালে এই দুই ব্লকের পারস্পরিক বাণিজ্যের পরিমাণ ছিল ১১১ বিলিয়ন ইউরো। নতুন এই চুক্তির ফলে তা কয়েকগুণ বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে।

সূত্রটি আরো জানিয়েছে, যেদিন এই ঐতিহাসিক চুক্তিটি স্বাক্ষরিত হয়, সেদিন সকালেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গ্রিনল্যান্ড ইস্যুতে ইউরোপের ৮টি দেশের ওপর ১০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দেন।

উল্লেখ্য, ১৯৯১ সালে গঠিত এই ব্লকটি আর্জেন্টিনা, ব্রাজিল, প্যারাগুয়ে এবং উরুগুয়েকে নিয়ে গঠিত। বলিভিয়া এর পূর্ণ সদস্য হলেও বর্তমানে ভেনেজুয়েলার সদস্যপদ স্থগিত অবস্থায় রয়েছে। এটি মূলত দক্ষিণ আমেরিকার একটি কাস্টমস ইউনিয়ন।

সূত্র : রয়টার্স