২০২৫ সালে ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ) দেশগুলোতে ১০ লাখ হেক্টরের বেশি বনভূমি দাবানলে পুড়েছে। ২০০৬ সাল থেকে রেকর্ড সংরক্ষণ শুরু হওয়ার পর থেকে এ বছরই সর্বোচ্চ ক্ষয়ক্ষতির রেকর্ড হয়েছে।
ইউরোপীয় ফরেস্ট ফায়ার ইনফরমেশন সিস্টেম (ইএফএফআইএস) এর উপাত্তের আলোকে এএফপি বিশ্লেষণে এ তথ্য উঠে এসেছে।
এএফপি জানায়, ২০১৭ সালে ইউরোপে ৯ লাখ ৮৮ হাজার ৫২৪ হেক্টর বনভূমি পুড়েছিল, যা ছিল বার্ষিক সর্বোচ্চ রেকর্ড। এ বছর বৃহস্পতিবার দুপুর নাগাদ পুড়ে যাওয়া এলাকার পরিমাণ দাঁড়িয়েছে ১০ লাখ ১৫ হাজার ৭৩১ হেক্টরে, যা সাইপ্রাস দ্বীপের আয়তনের চেয়েও বেশি।
স্পেন ও পর্তুগাল এখনো দাবানলের সাথে লড়াই করছে। এমন সময় দেশভিত্তিক হিসাব থেকে এএফপি এ পরিসংখ্যান দাঁড় করিয়েছে।
ইইউ’র চার দেশ— স্পেন, সাইপ্রাস, জার্মানি এবং স্লোভাকিয়া গত দুই দশকের মধ্যে এবার সবচেয়ে ভয়াবহ বছর পার করছে।
স্পেন তার পশ্চিমাঞ্চলে একাধিক দাবানলের ঘটনা মোকাবেলা করছে। এতে ইতোমধ্যে চারজনের প্রাণ গেছে। এ বছর দাবানলে সবচেয়ে ক্ষতিগ্রস্ত ইইউ দেশ হলো স্পেন। দেশটিতে ৪ লাখ হেক্টরের বেশি বনভূমি পুড়েছে, যা মোট ইইউ ক্ষতির প্রায় ৪০ শতাংশ।
পর্তুগালে ২০১৭ সালে ৫ লাখ ৬৩ হাজার ৫৩০ হেক্টর বনভূমি পুড়েছে। এ বছর তারা দ্বিতীয় সর্বাধিক ক্ষতিগ্রস্ত দেশ। তবে এ বছরের মতো এত বড় এলাকা (প্রায় ২ লাখ ৭৪ হাজার হেক্টর) দেশটিতে এর আগে কখনো পুড়েনি।
এ বছর রোমানিয়ায় ১ লাখ ২৬ হাজার হেক্টর বনভূমি এবং ফ্রান্সে ৩৫ হাজার ৬০০ হেক্টর বনভূমি ভস্মীভূত হয়েছে। এগুলো বেশির ভাগই অড অঞ্চলে। সেখানে আগস্টের শুরুর দিকে এক ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়ে।
ইউরোপীয় জলবায়ু পর্যবেক্ষণ সংস্থা কোপার্নিকাস-এর একটি অংশ ইএফএফআইএস-এর এই হিসাবে কেবল অন্তত ৩০ হেক্টরের বেশি এলাকা পুড়েছে এমন ঘটনা অন্তর্ভুক্ত করা হয়েছে।