ইউক্রেনের মন্ত্রিসভা ভবনে প্রথমবারের মতো হামলা চালাল রাশিয়া

ইউক্রেনের প্রধানমন্ত্রী জানান, ‘শত্রুদের আক্রমণের কারণে’ ভবনের ছাদ ও উপরের তলা ক্ষতিগ্রস্ত হয়েছে। দমকলকর্মীরা আগুন নেভানোর চেষ্টা করছেন।

নয়া দিগন্ত অনলাইন
যুদ্ধ শুরুর পর এই প্রথম রাশিয়া কোনো সরকারি ভবনে আঘাত হেনেছে
যুদ্ধ শুরুর পর এই প্রথম রাশিয়া কোনো সরকারি ভবনে আঘাত হেনেছে |সংগৃহীত

ইউক্রেনের প্রধানমন্ত্রী ইউলিয়া সিভিরিদেঙ্কো নিশ্চিত করেছেন, রোববার (৭ সেপ্টেম্বর) ভোরে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় কিয়েভের মন্ত্রিসভা ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। ২০২২ সালে রাশিয়া দেশটিতে সামরিক অভিযান শুরু করার পর এই প্রথম কোনো সরকারি ভবনে আঘাত হেনেছে।

সিভিরিদেঙ্কো আরো জানান, ‘শত্রুদের আক্রমণের কারণে’ ভবনের ছাদ ও উপরের তলা ক্ষতিগ্রস্ত হয়েছে। দমকলকর্মীরা আগুন নেভানোর চেষ্টা করছেন।

ইউক্রেনের বিমানবাহিনী জানিয়েছে, শনিবার কিয়েভে রাতভর হামলায় রাশিয়া রেকর্ড আট শতাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়েছে। বিমান বাহিনীর মতে, নয়টি ক্ষেপণাস্ত্র এবং ৫৬টি ড্রোন ৩৭টি স্থানে আঘাত করেছে এবং এর ধ্বংসাবশেষ আটটি স্থানে পড়েছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই হামলা বন্ধে বিশ্বের রাজনৈতিক সদিচ্ছার আহ্বান জানান। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে বলেন, ‘যখন প্রকৃত কূটনীতি অনেক আগেই শুরু হতে পারত, তখন এই ধরনের হত্যাকাণ্ড একটি ইচ্ছাকৃত অপরাধ ও যুদ্ধ দীর্ঘায়িত করার প্রচেষ্টা।’

এদিকে জাপোরিঝিয়া শহরে হামলায় ১৭ জন আহত হয়েছেন। হামলায় একটি নার্সারি ও বাড়িঘরসহ একাধিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানান আঞ্চলিক প্রশাসনের প্রধান ইভান ফেডোরভ। শহরের বাইরে, নোভোপাভলিভকা গ্রামে রাশিয়ার বোমার আঘাতে একজন নারী নিহত এবং একজন পুরুষ এখনো নিখোঁজ বলে জানান তিনি।

এছাড়াও মধ্য ইউক্রেনে জেলেনস্কির জন্মস্থান ক্রিভি রিহ-তেও আক্রমণ চালিয়েছে রাশিয়া। সেখানে তিনটি অবকাঠামোগত কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে।

সূত্র : বিবিসি