ইউরোপে ২০২৪ সালের গ্রীষ্মে তীব্র গরমে ৬২ হাজার ৭০০ জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। এর মধ্যে নারী ও বয়স্কদের সংখ্যা সবচেয়ে বেশি।
সোমবার প্রকাশিত নেচার সাময়িকীর এক গবেষণায় এ তথ্য উঠে এসেছে।
বার্সেলোনা ইনস্টিটিউট ফর গ্লোবাল হেলথ (আইএসগ্লোবাল) ইউরোপের ৩২টি দেশের দৈনিক মৃত্যুর তথ্য বিশ্লেষণ করে জানায়, ২০২২ থেকে ২০২৪ সালের তিন গ্রীষ্ম মৌসুমে তীব্র গরম-সম্পর্কিত বিভিন্ন জটিলতায় ১ লাখ ৮১ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে।
শুধু ২০২৪ সালের ১ জুন থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত মৃত্যুহার আগের বছরের তুলনায় ২৩ শতাংশ বেশি। যদিও মোট প্রাণহানি ছিল ৬৭ হাজার ৯০০–এর চেয়ে কিছুটা কম।
গবেষণার প্রধান লেখক টমাস জানোস সতর্ক করে বলেন, ‘এই পরিসংখ্যান দেখাচ্ছে আমাদের জনগণকে বৈরী আবহাওয়ার সাথে মানিয়ে নেয়ার প্রস্তুতি এখনই নিতে হবে।’
সূত্র : স্কাই নিউজ