মহান বিজয় দিবস উপলক্ষে ফ্রান্সে মেধাবী শিক্ষার্থী ও গুণীজন সংবর্ধনা

প্যারিসের ১৮তম অ্যারোন্ডিসমেন্টের একটি অভিজাত মিলনায়তনে ফ্রান্সে বসবাসরত বিপুলসংখ্যক বাংলাদেশী নাগরিকের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

মোহাম্মদ মাহবুব হোসাইন, প্যারিস (ফ্রান্স)
প্যারিসে শিক্ষার্থী ও গুণীজন সংবর্ধনা
প্যারিসে শিক্ষার্থী ও গুণীজন সংবর্ধনা |নয়া দিগন্ত

মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশী নাগরিক পরিষদ ফ্রান্সের উদ্যোগে প্রথমবারের মতো আয়োজন করেছে মেধাবী শিক্ষার্থী ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠান।

রোববার (২৮ ডিসেম্বর) বিকেলে প্যারিসের ১৮তম অ্যারোন্ডিসমেন্টের একটি অভিজাত মিলনায়তনে ফ্রান্সে বসবাসরত বিপুলসংখ্যক বাংলাদেশী নাগরিকের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বাংলাদেশী নাগরিক পরিষদের সেক্রেটারি ইমরান আহমদ, নুসরাত উদ্দিন ও রাবেয়া আক্তার সুবর্ণার যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি আবুল খায়ের লস্কর।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রিটেনে বাংলাদেশী বংশোদ্ভূত প্রথম বিচারক মোহাম্মদ বেলায়েত হোসাইন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট অনলাইন অ্যাক্টিভিস্ট ও বাংলাদেশে জুলাই বিপ্লবের অগ্রসৈনিক, লেখক ও কলামিস্ট ডা: পিনাকী ভট্টাচার্য।

পিনাকী ভট্টাচার্য বলেন, ‘বাংলাদেশীরা অন্যান্য দেশের নাগরিকদের তুলনায় কর্মঠ ও পরিশ্রমী। আগামী দিনে বাংলাদেশকে শক্তিশালী রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত ডায়াস্পোরাকে শক্তিশালী ভূমিকা পালন করতে হবে।’

এছাড়া আরো উপস্থিত ছিলেন বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব আশরাফুল ইসলাম, খন্দকার হোসাইন, এফবিজেএ সমন্বয়ক মোহাম্মদ মাহবুব হোসাইন, বিশিষ্ট ব্যবসায়ী তানজীম হায়দার, এফবিজেএ মুখপাত্র ও ফরাসি গণমাধ্যম ফ্রান্স টুয়েন্টিফোরের সাংবাদিক মোহাম্মদ আরিফ উল্লাহ, অনলাইন অ্যাক্টিভিস্ট মীর জাহান, কমিউনিটি নেতা ওবায়দুল্লাহ কয়েছ, সাবেক ছাত্রনেতা আব্দুল মুকিত খান, অ্যাক্টিভিস্ট ও দ্য জার্নাল সম্পাদক ফয়সাল আহমেদসহ অনেকে।

অনুষ্ঠানের প্রথম পর্বে অতিথিদের বক্তব্য শেষে ফ্রান্সে বাংলাদেশী বংশোদ্ভূত যারা বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রেখেছেন, তাদের হাতে সম্মাননা স্মারক তুলে দেয়া হয়।

সংবর্ধিত পেশাজীবীদের মধ্যে ছিলেন দিয়ান আশরাফ, বেগম জামিলা, রিতা তালুকদার, ব্রিয়ান খন্দকার, আফনান খান, ডা: শাহ মারজান, সাইমা আব্দুল্লাহ, শাহ জামসেদ, ইমরান চৌধুরী ও এন কে নয়ন।

এছাড়াও ফ্রান্সে বসবাসরত বাংলাদেশী বংশোদ্ভূত যেসব শিক্ষার্থী শিক্ষাক্ষেত্রে মেধার স্বাক্ষর রেখেছেন, তাদের হাতেও সম্মাননা স্মারক তুলে দেয়া হয়।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। প্যারিস শিল্পী গোষ্ঠীর আয়োজনে গান, কবিতা, কৌতুক ও নাটিকার পরিবেশনা উপস্থিত নারী, পুরুষ ও শিশু দর্শকদের মুগ্ধ করে।