রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আবারো হঁশিয়ার করে বলেছেন, ইউক্রেনের পূর্ব দনবাস অঞ্চল থেকে ইউক্রেনীয় সৈন্যদের প্রত্যাহার করতে হবে, নয়তো রাশিয়া এটি দখল করবে। তিনি ইউক্রেনের যুদ্ধ অবসানের বিষয়ে যেকোনো আপস প্রত্যাখ্যান করেছেন।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে‘কে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘হয় আমরা বলপ্রয়োগের মাধ্যমে এই অঞ্চলগুলো মুক্ত করব, নয়তো ইউক্রেনীয় সৈন্যরা এই অঞ্চলগুলো ছেড়ে চলে যাবে।’
মস্কো দনবাসের প্রায় ৮৫ শতাংশ নিয়ন্ত্রণ করে। তবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি আগে থেকেই বলে আসছেন, তারা তাদের ভূখণ্ড নিয়ে কোনো ছাড় দেবেন না।
পুতিন এমন সময় এ মন্তব্য করলেন যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, রুশ নেতা ‘যুদ্ধের অবসান ঘটাতে চান’। গত মঙ্গলবার রাশিয়ার আলোচকদের সাথে বৈঠকে বসেছিলেন মার্কিন প্রতিনিধিরা। এছাড়া পুতিনের সাথে সরাসরি সাক্ষাৎ করেছিলেন ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ।
দিল্লিতে রাষ্ট্রীয় সফরের আগে ইন্ডিয়া টুডেকে দেয়া তার সাক্ষাৎকারে পুতিন বলেন, উইটকফ ও ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারের সাথে আলোচনার আগে তিনি মার্কিন পরিকল্পনার নতুন সংস্করণটি দেখেননি। তিনি আরো বলেন, মার্কিন পরিকল্পনার কিছু অংশের সাথে মস্কো একমত নয়।
তবে কোন বিষয়গুলো নিয়ে তাদের আপত্তি আছে সেটি স্পষ্ট করেননি তিনি। অন্তত দুটি গুরুত্বপূর্ণ বিষয়ে মতবিরোধ এখনো রয়ে গেছে- রুশ বাহিনীর দখলে নেয়া ইউক্রেনীয় ভূখণ্ড এবং ইউক্রেনের নিরাপত্তার নিশ্চয়তা।
সূত্র : বিবিসি



