গাজায় যুদ্ধবিরতি লঙ্ঘনের প্রতিবাদে স্টকহোমে বিশাল বিক্ষোভ

সুইডেনের রাজধানী স্টকহোমে গাজা উপত্যকায় ইসরাইলের যুদ্ধবিরতি চুক্তির অব্যাহতভাবে লঙ্ঘনের প্রতিবাদে বিশাল বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।

নয়া দিগন্ত অনলাইন
স্টকহোমে ফিলিস্তিনপন্থীদের বিশাল বিক্ষোভ
স্টকহোমে ফিলিস্তিনপন্থীদের বিশাল বিক্ষোভ |পার্সটুডে

সুইডেনের রাজধানী স্টকহোমে গাজা উপত্যকায় ইসরাইলের যুদ্ধবিরতি চুক্তির অব্যাহতভাবে লঙ্ঘনের প্রতিবাদে বিশাল বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।

আল-আলম নিউজ নেটওয়ার্ক জানিয়েছে, গতকাল শনিবার বেশ কয়েকটি নাগরিক সমাজের আহ্বানে এই সমাবেশের আয়োজন করা হয়। দখলদার সেনাবাহিনী কর্তৃক বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু করার বিরুদ্ধে ক্ষোভ জানাতে গতকাল শত শত মানুষ স্টকহোমের ওডেনপ্ল্যান স্কোয়ারে জড়ো হয়েছিল।

অংশগ্রহণকারীরা ফিলিস্তিনি পতাকা উত্তোলন করে এবং প্ল্যাকার্ড বহন করে গাজায় শিশুদের হত্যা এবং স্কুল ও হাসপাতালগুলোতে বোমা হামলার তীব্র নিন্দা জানায়।

বিক্ষোভকারীরা যুদ্ধবিরতি চুক্তি মেনে চলা, দুর্ভিক্ষের অবসান এবং গাজায় গণহত্যা অবিলম্বে বন্ধ করার আহ্বান জানায়। বিশেষ করে সুইডিশ সরকারকে ইসরাইলের কাছে অস্ত্র বিক্রি বন্ধ করার আহ্বান জানায়।

আনাদোলু এজেন্সির সাথে এক সাক্ষাৎকারে সুইডিশ কর্মী রুবেন নিলসন জোর দিয়ে বলেন, স্থায়ী শান্তি অর্জন না হওয়া পর্যন্ত এই বিক্ষোভ অব্যাহত থাকবে।

বেনিয়ামিন নেতানিয়াহু সরকারের নীতির সমালোচনা করে তিনি বলেন, মানবিক সঙ্কটের বিশাল মাত্রা এবং হতাহতের সংখ্যা বেশি হওয়া সত্ত্বেও ইসরাইলের দৃষ্টিভঙ্গিতে কোনো বাস্তব পরিবর্তন আসেনি।

ফিলিস্তিন স্বাস্থ্য মন্ত্রণালয়ের সরকারি পরিসংখ্যান অনুযায়ী চুক্তি কার্যকর হওয়ার পর থেকে (অক্টোবরে) গতকাল পর্যন্ত ইসরাইলি সেনাবাহিনী শত শত বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। এই নাশকতা এবং ক্রমাগত আক্রমণের ফলে ৪১৪ জন ফিলিস্তিনি শহীদ হয়েছেন এবং ১,১৪২ জন আহত হয়েছেন।

সূত্র : পার্সটুডে