স্পেনের মাদ্রিদে নির্মাণাধীন ভবন ধসে নিহত ৪

মঙ্গলবার ভবনের একাংশ ধসে পড়ে। এ সময় ভবনটিতে ৩০ থেকে ৪০ জন শ্রমিক কাজ করছিলেন।

নয়া দিগন্ত অনলাইন

স্পেনের মাদ্রিদে একটি নির্মাণাধীন বহুতল ভবনের একাংশ ধসে পড়ায় এখন পর্যন্ত চারজনের নিহত হওয়ার খবর পাওয়া গেছে। নিহতরা মালি, গিনি ও ইকুয়েডরের নাগরিক।

মঙ্গলবার (৭ অক্টোবর) ভবনের একাংশ ধসে পড়ে। এ সময় ভবনটিতে ৩০ থেকে ৪০ জন শ্রমিক কাজ করছিলেন।

স্পেনের ইএফই নিউজ-এর খবর অনুযায়ী, মধ্য রাতের আগে ধ্বংসস্তূপ থেকে দুইজনের লাশ উদ্ধার করা হয়। বুধবার সকালে আরো দুইজনের লাশ উদ্ধারের খবর নিশ্চিত করেছে স্পেনের জরুরি পরিষেবা দপ্তর।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক বার্তায় এখন পর্যন্ত চারজনের মৃত্যুর পাশাপাশি এ ঘটনায় অনেকের আহত হওয়ার কথাও জানিয়েছে তারা।

সূত্র : ডয়চে ভেলে