ইসরাইলবিরোধী বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে গোটা ইউরোপীয় ইউনিয়ন। শনিবার (৪ অক্টোবর) কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ইসরাইলবিরোধী বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে গোটা ইউরোপীয় ইউনিয়ন। একযোগে বিক্ষোভ হচ্ছে স্পেন, ইতালি, যুক্তরাজ্য, পর্তুগালসহ বিভিন্ন দেশে। এতে যোগ দিচ্ছে লাখ লাখ মানুষ। সবাই গাজায় যুদ্ধ বন্ধ ও অবরোধ প্রত্যাহারের দাবি জানিয়েছেন।
সূত্রটি আরো জানিয়েছে, অন্যদিকে যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে ৪৪২ বিক্ষোভকারীকে আটক করেছে পুলিশ।
সূত্র : আল জাজিরা



