রাশিয়া ও ইউক্রেনের পাল্টাপাল্টি হামলায় নিহত ৯

দুই দেশের পাল্টাপাল্টি হামলায় রাশিয়ায় তিনজন এবং ইউক্রেনের ছয়জন নিহত হয়েছে।

নয়া দিগন্ত অনলাইন

রাশিয়া ও ইউক্রেন রাতভর পাল্টাপাল্টি বিমান হামলা চালিয়েছে। এতে উভয় দেশের কমপক্ষে নয়জন নিহত হয়েছে। এদিকে ইউক্রেন ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল যুদ্ধবিরতি পরিকল্পনা পুনর্বিবেচনার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

মঙ্গলবার (২৫ নভেম্বর) কিয়েভের কর্মকর্তারা জানিয়েছেন, রুশ ক্ষেপণাস্ত্র ও ড্রোনগুলো আবারোও ইউক্রেনের রাজধানী লক্ষ্য করে হামলা চালিয়েছে। এর ফলে ছয়জন নিহত হয়েছে।

কিয়েভের সামরিক প্রশাসনের প্রধান তিমুর তাকাচেঙ্কো বলেছেন, স্ব্যাতোশিনস্কি এলাকায় চারজন নিহত এবং কমপক্ষে তিনজন আহত হয়েছেন।

জরুরি পরিষেবাগুলো এর আগে জানিয়েছিল, পূর্ব নিপ্রোভস্কি কোয়ার্টারে একটি ভবনে হামলায় দুইজন নিহত হয়েছেন।

এদিকে রুশ কর্মকর্তারা জানিয়েছেন, রাশিয়ার দক্ষিণে ইউক্রেনের ড্রোন হামলায় তিনজন নিহত এবং কমপক্ষে ১৬ জন আহত হয়েছেন।

রুশ কর্মকর্তারা জানিয়েছেন, কৃষ্ণ সাগর বন্দর নভোরোসিস্ক ও রোস্তভ-অন-ডন এবং ক্রাসনোদার শহরের আবাসিক ভবনগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে।

সুইজারল্যান্ডের জেনেভায় যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের প্রতিনিধিদের মধ্যে ওয়াশিংটনের ২৮-দফা পরিকল্পনা বাতিল করার জন্য আলোচনার পর এই হামলাগুলো ঘটে। কিয়েভ ও তার ইউরোপীয় মিত্ররা পরিকল্পনাটিকে রাশিয়ার উদ্দেশ্য বা স্বার্থ সমর্থন করে বলে মনে করছে।

সূত্র : আল জাজিরা