রাশিয়ার সাথে বাণিজ্য বাড়াতে মধ্য এশিয়ার দেশগুলোর প্রতি পুতিনের আহ্বান

মধ্য এশিয়ার এই পাঁচটি দেশ ১৯৯১ সাল পর্যন্ত সোভিয়েত ইউনিয়নের অংশ হিসেবে মস্কোর অধীনে ছিল। রাশিয়া এখনো এই অঞ্চলটিকে তার প্রভাব বলয়ের অংশ হিসেবে বিবেচনা করে।

নয়া দিগন্ত অনলাইন
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন |সংগৃহীত

মধ্য এশিয়ার পাঁচ দেশের নেতাকে রাশিয়ার সাথে বাণিজ্য বৃদ্ধির আহ্বান জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি এমন সময় এই কথা বললেন, যখন চীনও এই অঞ্চলকে আকৃষ্ট করতে আগ্রহী।

তাজিকিস্তানের রাজধানী দুশানবেতে বৃহস্পতিবার (১০ অক্টোবর) অনুষ্ঠিত এক শীর্ষ সম্মেলনে পুতিন বলেছেন, গত বছর কাজাখস্তান, উজবেকিস্তান, কিরগিজস্তান, তুর্কমেনিস্তান ও তাজিকিস্তানের সাথে রাশিয়ার মোট বাণিজ্য ছিল ৪৫ বিলিয়ন ডলারেরও বেশি। এটি ‘ভালো ফলাফল’ হলেও বেলারুশের সাথে দ্বিপক্ষীয় বাণিজ্যের তুলনায় অনেক কম।

মধ্য এশিয়ার এই পাঁচটি দেশ ১৯৯১ সাল পর্যন্ত সোভিয়েত ইউনিয়নের অংশ হিসেবে মস্কোর অধীনে ছিল। রাশিয়া এখনো এই অঞ্চলটিকে তার প্রভাব বলয়ের অংশ হিসেবে বিবেচনা করে। কিন্তু ইউক্রেনে যুদ্ধ এবং চীনের ক্রমবর্ধমান বাণিজ্য ও বিনিয়োগে কারণে এই অঞ্চলে রাশিয়ার প্রভাব হ্রাস পেয়েছে।

মধ্য এশিয়ার লাখ লাখ অভিবাসী রাশিয়ায় কাজ করছেন। যা রাশিয়ার শ্রম ঘাটতি পূরণ করছে, একইসাথে নিজ দেশে রেমিট্যান্স পাঠিয়ে তাদের অর্থনীতিকে সচল রাখছে। তবে রাশিয়া সম্প্রতি অভিবাসী শ্রমিকদের ওপর নিয়ন্ত্রণ কঠোর করেছে। গত বছর মস্কোর কাছে একটি হামলায় ১৪০ জনের বেশি নিহত হয়। সন্দেহভাজনদের বেশিভাগই তাজিকিস্তানের বাসিন্দা ছিল।

শীর্ষ সম্মেলনে এক যৌথ বিবৃতিতে বলা হয়েছে, মধ্য এশিয়ার দেশগুলো ’রাশিয়ার সাথে তাদের কৌশলগত অংশীদারিত্ব’ আরো জোরদার করার প্রয়োজনীয়তা উল্লেখ করেছে।

এতে আরো বলা হয়েছে, নেতারা নতুন পরিবহণ ও লজিস্টিক করিডোর তৈরিতে কাজ করতে, উগ্রবাদ, অবৈধ অভিবাসন ও মাদকের বিরুদ্ধে লড়াইয়ে সহযোগিতা করতে এবং বাণিজ্য অর্থপ্রদান ও বন্দোবস্ত ব্যবস্থা উন্নত করতে সম্মত হয়েছেন।

সূত্র : রয়টার্স