পুতিনের বাসভবনে ড্রোন হামলার কথা অস্বীকার করেছে ইউক্রেন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বাসভবনে ড্রোন হামলার কথা অস্বীকার করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

নয়া দিগন্ত অনলাইন
ভলোদিমির জেলেনস্কি
ভলোদিমির জেলেনস্কি |বিবিসি

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বাসভবনে ড্রোন হামলার কথা অস্বীকার করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, পুতিনের বাসভবনে হামলার অভিযোগ অস্বীকার করেছেন জেলেনস্কি। এরপর তিনি বলেন, এমন অভিযোগের মধ্য দিয়ে মস্কো শান্তি আলোচনাকে ব্যাহত করার চেষ্টা করছে।

জেলেনস্কি বলেন, মস্কোর এই অভিযোগ তাদের স্বাভাবিক মিথ্যাচারের অন্তর্ভুক্ত। এই দাবির মাধ্যমে তারা মূলত ইউক্রেনে হামলার অজুহাত তৈরি করছে।

এর আগে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ দাবি করেছেন, কিয়েভ রাশিয়ার উত্তর-পশ্চিম নভগোরোদ অঞ্চলে পুতিনের রাষ্ট্রীয় বাসভবনে ৯১টি দূরপাল্লার মনুষ্যবিহীন বিমান (ইউএভি) ব্যবহার করে হামলা করেছে।

রাশিয়া বলেছে, তারা এখন শান্তি আলোচনায় তার অবস্থান পর্যালোচনা করবে। কথিত হামলার সময় পুতিন কোথায় ছিলেন তা এখনো স্পষ্ট নয়।

সূত্র : বিবিসি