গাজায় মানবিক সহায়তা প্রবেশে সব নিষেধাজ্ঞা তুলে নেয়ার আহ্বান যুক্তরাজ্যের

স্টারমার বলেন, ‘এই চুক্তিটি এখন বিলম্ব ছাড়াই সম্পূর্ণরূপে বাস্তবায়ন করতে হবে এবং গাজায় জীবন রক্ষাকারী মানবিক সহায়তার ওপর থেকে অবিলম্বে সব ধরনের বিধিনিষেধ তুলে নিতে হবে।’

নয়া দিগন্ত অনলাইন
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার |সংগৃহীত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় মানবিক সহায়তা প্রবেশের জন্য অবিলম্বে সব ধরনের নিষেধাজ্ঞা তুলে নেয়ার আহ্বান জানিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার। ডোনাল্ড ট্রাম্পের ২০-দফা পরিকল্পনার প্রথম পর্যায় বাস্তবায়নে চুক্তি স্বাক্ষর করেছে হামাস ও ইসরাইল।

স্টারমার এক বিবৃতিতে বলেছেন, ‘এই গুরুত্বপূর্ণ প্রথম ধাপ নিশ্চিত করতে আমাদের আঞ্চলিক অংশীদারদের সমর্থনে মিসর, কাতার, তুরস্ক ও যুক্তরাষ্ট্রের অক্লান্ত কূটনৈতিক প্রচেষ্টার প্রতি আমি কৃতজ্ঞ। এই চুক্তিটি এখন বিলম্ব ছাড়াই সম্পূর্ণরূপে বাস্তবায়ন করতে হবে এবং গাজায় জীবন রক্ষাকারী মানবিক সহায়তার ওপর থেকে অবিলম্বে সব ধরনের বিধিনিষেধ তুলে নিতে হবে।’

তিনি বলেন, ‘আমরা সব পক্ষকে তাদের প্রতিশ্রুতি পূরণ করার, যুদ্ধের অবসান ঘটানোর, সংঘাতের ন্যায্য ও স্থায়ী অবসান এবং দীর্ঘমেয়াদী শান্তির জন্য একটি টেকসই পথের ভিত্তি তৈরি করার আহ্বান জানাচ্ছি। যুক্তরাজ্য শান্তি পরিকল্পনার পূর্ণ বাস্তবায়ন নিশ্চিত করতে এই তাৎক্ষণিক পদক্ষেপ এবং পরবর্তী ধাপের আলোচনায় সমর্থন দেবে।’

এর আগে, গাজা শান্তি পরিকল্পনার প্রথম পর্যায়ে ইসরাইল ও হামাসের একমত হওয়ার খবরে ইতিবাচক প্রতিক্রিয়া জানান কিয়ার স্টারমার। এক বিবৃতিতে তিনি বলেন, ‘গাজার জন্য প্রেসিডেন্ট ট্রাম্পের শান্তি পরিকল্পনার প্রথম পর্যায়ে একটি চুক্তিতে পৌঁছানোর খবরকে আমি স্বাগত জানাই।’

তিনি আরো বলেন, ‘পুরো বিশ্বের জন্য এটি একটি স্বস্তির খবর। বিশেষ করে পণবন্দীদের, তাদের পরিবারের ও গাজার সাধারণ মানুষের জন্য, যারা দুই বছর ধরে অকল্পনীয় কষ্ট সহ্য করছেন।’

সূত্র : বিবিসি