রাশিয়ার হামলায় ইউক্রেনে শিশুসহ নিহত ৭

এর কয়েক ঘণ্টা আগেই ট্রাম্প জানিয়েছেন, বুদাপেস্টে আসন্ন শীর্ষ সম্মেলনে পুতিনের সাথে বৈঠকের পরিকল্পনা স্থগিত করা হয়েছে।

নয়া দিগন্ত অনলাইন

ইউক্রেনের শহরগুলোতে রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় দুই শিশুসহ কমপক্ষে সাতজন নিহত হয়েছেন বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এই হামলার ঘটনায় আরো ২১ জন আহত হয়েছেন বলেও জানিয়েছেন তিনি।

এর কয়েক ঘণ্টা আগেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, বুদাপেস্টে আসন্ন শীর্ষ সম্মেলনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে বৈঠকের পরিকল্পনা স্থগিত করা হয়েছে। কারণ তিনি ‘অকার্যকর বৈঠক’ চান না।

এর মধ্য দিয়ে ট্রাম্প ও ইউরোপীয় নেতাদের সম্মুখ সারিতে যুদ্ধবিরতির আহ্বান প্রত্যাখ্যান করল ক্রেমলিন।

এদিকে ইউক্রেনের সেনাবাহিনী জানিয়েছে, তারা মঙ্গলবার গভীর রাতে ব্রায়ানস্ক সীমান্ত অঞ্চলে একটি রাশিয়ান রাসায়নিক কারখানায় যুক্তরাজ্যের সরবরাহকৃত স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র দিয়ে আক্রমণ করেছে।

রাশিয়ার বিমান প্রতিরক্ষা ব্যবস্থায় প্রবেশ করে চালানো এই হামলাকে ‘একটি সফল আঘাত’ বলে অভিহিত করেছেন ইউক্রেনের সামরিক কর্মকর্তারা।

সূত্র : বিবিসি