কিয়েভে রাশিয়ার হামলায় ইউরোপীয় ইউনিয়নের মিশন ক্ষতিগ্রস্ত

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রধান বলেন, ‘ইইউ ভীত নয়। রাশিয়ার আগ্রাসন কেবল ইউক্রেন ও এর জনগণের পাশে দাঁড়ানোর আমাদের সংকল্পকে আরো শক্তিশালী করেছে।’

নয়া দিগন্ত অনলাইন

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রধান অ্যান্তোনিও কস্তা বৃহস্পতিবার (২৮ আগস্ট) বলেছেন, কিয়েভে রাশিয়ার নতুন করে ভয়াবহ হামলায় তিনি ‘ভীত’। ওই হামলায় নগরীতে কূটনৈতিক মিশন ক্ষতিগ্রস্ত হয়েছে।

তিনি সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ লিখেছেন, ‘ইউক্রেনের ক্ষতিগ্রস্তদের প্রতি এবং যাদের ভবনটি রাশিয়ার ইচ্ছাকৃত হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে সেই ইইউ প্রতিনিধিদলের কর্মীদের প্রতিও আমার সমবেদনা।’

তিনি আরো বলেন, ‘ইইউ ভীত নয়। রাশিয়ার আগ্রাসন কেবল ইউক্রেন ও এর জনগণের পাশে দাঁড়ানোর আমাদের সংকল্পকে আরো শক্তিশালী করেছে।’

কস্তা অফিসের ভেতরের একটি ছবি পোস্ট করেছেন। সেখানে দেখা গেছে, ভবনটির জানালা উড়ে গেছে, ছাদ আংশিকভাবে ঝুলছে এবং মেঝেতে ধ্বংসাবশেষ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে।

ইউক্রেনে নিযুক্ত ইইউর রাষ্ট্রদূত ক্যাটারিনা মাথারনোভা লেখেন, বিস্ফোরণে ভবনটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

একজন ইইউ কর্মকর্তা এএফপিকে জানান, ব্লকের কোনো কর্মকর্ত-কর্মচারী হতাহত হননি।

ইইউর শীর্ষ কূটনীতিক কাজা কালাস এক্সে বলেন, ‘বিশ্ব যখন শান্তির পথ খুঁজছে, রাশিয়া তখন ক্ষেপণাস্ত্র দিয়ে জবাব দিচ্ছে। কিয়েভের ওপর রাতের হামলা পরিস্থিতিকে আরো তীব্র করে তোলা এবং শান্তি প্রচেষ্টাকে উপহাস করার ইচ্ছাকৃত প্রয়াশ।’

সূত্র : এএফপি/বাসস