ইসরাইলের সরকারি প্রতিনিধি ছাড়াই লন্ডনে অস্ত্র মেলা শুরু

কূটনৈতিক সম্পর্কের অবনতির কারণে লন্ডনে মঙ্গলবার শুরু হওয়া এই অস্ত্র মেলায় ইসরাইলি সরকারি কর্মকর্তাদের আমন্ত্রণ জানানো না হলেও, ইসরাইলের ৫১টি প্রতিরক্ষা কোম্পানি এতে অংশগ্রহণ করেছে।

নয়া দিগন্ত অনলাইন
সংগৃহীত

ইসরাইলের সরকারি প্রতিনিধিদের অংশগ্রহণ ছাড়াই মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) লন্ডনে শুরু হয়েছে বড় ধরনের অস্ত্র মেলা। গাজা সংঘাতকে ঘিরে ব্রিটেন ও ইসরাইলের কূটনৈতিক টানাপোড়েনের কারণে দেশটির কোনো সরকারি প্রতিনিধি এই মেলায় অংশগ্রহণ করেননি।

লন্ডন থেকে বার্তাসংস্থা এএফপি জানিয়েছে, কূটনৈতিক সম্পর্কের অবনতির কারণে লন্ডনে মঙ্গলবার শুরু হওয়া এই অস্ত্র মেলায় ইসরাইলি সরকারি কর্মকর্তাদের আমন্ত্রণ জানানো না হলেও, ইসরাইলের ৫১টি প্রতিরক্ষা কোম্পানি এতে অংশগ্রহণ করেছে।

এর মধ্যে বড় অস্ত্র নির্মাতা এলবিট, রাষ্ট্রায়ত্ত রাফায়েল ও ইসরাইল এয়ারোস্পেস ইন্ডাস্ট্রিজ রয়েছে। এই অস্ত্র মেলায় যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া ও জার্মানির পর ইসরাইলই হবে পঞ্চম বৃহত্তম প্রতিনিধি দল। প্রতিরক্ষা ও নিরাপত্তা সরঞ্জাম আন্তর্জাতিক (ডিএসইআই) মেলাটি প্রতি দুই বছর অন্তর আয়োজিত হয়।

এবারের এই মেলাটিকে কেন্দ্র করে ১০০টিরও বেশি সংগঠন, ফিলিস্তিনপন্থী কর্মী ও অস্ত্রবিরোধী আন্দোলনকারীরা লন্ডনের এক্সেল প্রদর্শনী কেন্দ্রে বিক্ষোভ করার প্রস্তুতি নিচ্ছেন।

অস্ত্রবাণিজ্যের বিরোধী সংগঠন ‘ক্যাম্পেইন অ্যাগেইনস্ট আর্মস ট্রেড’ বলছে, গাজায় ধ্বংসযজ্ঞ চালানো ইসরাইলি কোম্পানিগুলোকে মুনাফা করার সুযোগ দেয়ার পরিবর্তে, তাদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের তদন্ত হওয়া উচিত।

আগস্টের শেষ দিকে যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় ঘোষণা করে, গাজায় ইসরাইলের সামরিক অভিযান আরো বাড়ানোর সিদ্ধান্তের কারণে এবার দেশটির কোনো সরকারি প্রতিনিধিদলকে আমন্ত্রণ জানানো হয়নি। তবে ইসরাইল এই সিদ্ধান্তকে ‘বৈষম্য’ আখ্যা দিয়েছে।

এদিকে, একই দিনে ইসরাইলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ তিন দিনের সরকারি সফরে লন্ডনে পৌঁছান। তার কার্যালয় জানায়, সফরের উদ্দেশ্য হলো ইহুদি সম্প্রদায়ের সাথে সংহতি জানানো। যারা বর্তমানে কঠোর আক্রমণ ও ইহুদিবিদ্বেষের মুখে রয়েছে।

অন্যদিকে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার হুঁশিয়ারি দিয়ে বলেন, চলতি মাসেই যদি ইসরাইল যুদ্ধবিরতিতে রাজি না হয় এবং শান্তির পথে অগ্রসর না হয়, তবে ব্রিটেন আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেবে।

এরই মধ্যে ইসরাইলের সাথে বাণিজ্য আলোচনা স্থগিত করেছে লন্ডন এবং গাজায় ব্যবহৃত কিছু অস্ত্র রফতানির লাইসেন্সও বাতিল করেছে। তবে যুক্তরাজ্যে তৈরি কিছু যন্ত্রাংশ, যেমন ইসরাইলি এফ-৩৫ যুদ্ধবিমানের উপাদান এখনো রফতানি হচ্ছে।

সূত্র : বাসস