রাশিয়া-ইউক্রেন যুদ্ধ

মার্কিন উদ্যোগ নিয়ে সন্দেহ প্রকাশ ন্যাটোপ্রধানসহ ইউরোপীয় ৩ নেতার

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে মার্কিন উদ্যোগ নিয়ে সন্দেহ প্রকাশ করছেন ইউরোপের একাধিক নেতা।

নয়া দিগন্ত অনলাইন
মার্কিন উদ্যোগ নিয়ে সন্দেহ প্রকাশ ন্যাটোপ্রধানসহ ইউরোপীয় ৩ নেতার
মার্কিন উদ্যোগ নিয়ে সন্দেহ প্রকাশ ন্যাটোপ্রধানসহ ইউরোপীয় ৩ নেতার |সংগৃহীত

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে মার্কিন উদ্যোগ নিয়ে সন্দেহ প্রকাশ করছেন ন্যাটোপ্রধানসহ ইউরোপের তিন নেতা। তাদের ফাঁস হওয়া ফোনকলের উদ্ধৃতিতে জার্মান ম্যাগাজিন ডার স্পিগেল বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) এ তথ্য জানিয়েছে।

ম্যাগাজিনটি বলেছে, তারা গত সোমবারের একটি ফোনকলের সারাংশ পেয়েছে। এতে একাধিক ইউরোপীয় রাষ্ট্র প্রধানের সরাসরি বক্তব্য রয়েছে; যাতে তারা রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে মার্কিন উদ্যোগ নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন।

ইউক্রেনকে সবচেয়ে জোরালোভাবে সতর্ক করেছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। তিনি জেলেনস্কিকে সতর্ক করে বলেন, ইউক্রেন নিয়ে যুক্তরাষ্ট্র বেঈমানি করতে পারে। সেদিকে সতর্ক থাকতে হবে।

জার্মান চ্যান্সেরল ফ্রেডরিক মার্জ সতর্ক করে জেলেনস্কিকে বলেন, ‘তার সতর্ক থাকতে হবে’। তিনি বলেন, ‘তারা আপনাদের ও আমাদের উভয়ের সাথেই খেলছে।’

ফিনল্যান্ডের আলেক্সান্ডার স্টাব সতর্ক করে বলেন, ‘ওই ব্যক্তিদের কাছে ইউক্রেন এবং জেলেনস্কিকে আমাদের একা ছেড়ে দেয়া ঠিক হবে না।’

ন্যাটোর মহাসচিব মার্ক রুট্টে, যিনি প্রকাশ্যে ট্রাম্পের বেশ প্রশংসা করেন, তিনিও ফিনল্যান্ডের প্রধানমন্ত্রীর সাথে ঐকমত্য প্রকাশ করে বলেছেন,‘জেলেনস্কিকে আমাদের রক্ষা করতে হবে।’

সূত্র : ডার স্পিগেল