ফ্রান্সের দক্ষিণাঞ্চলে ৮০ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে। ফরাসি দমকলকর্মীরা দাবানল নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন। দক্ষিণ আউড অঞ্চলের দাবানল ইতোমধ্যেই প্যারিসের চেয়েও বড় এলাকাজুড়ে ছড়িয়ে পড়েছে।
বৃহস্পতিবার (৭ আগস্ট) রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
দাবানলে পেরপিগনান শহর থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে সেন্ট-লরেন্ট-দে-লা-ক্যাব্রেরিস গ্রামে একজনের মৃত্যু হয়েছে। বন ও এর আশপাশের গ্রামগুলোতে দ্রুত ছড়িয়ে পড়া আগুনে কমপক্ষে ২৫টি বাড়ি পুড়ে গেছে। ফলে বাসিন্দা ও পর্যটকরা অন্যত্র সরে যেতে বাধ্য হয়েছেন। অনেক রাস্তাও বন্ধ রয়েছে।
দাবানল কবলিত এলাকা পরিদর্শনে গিয়ে ফ্রান্সের প্রধানমন্ত্রী ফ্রাঁসোয়া বাইরু বলেন, ‘এটি একটি নজিরবিহীন দুর্যোগ।’
এদিকে ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী ব্রুনো রেতাইয়ো জানান, এখন পর্যন্ত ১৫ হাজার হেক্টরেরও বেশি জমি পুড়ে গেছে। গত কয়েক বছরে পুরো ফ্রান্সে যত এলাকা পুড়েছে, তার সমান এলাকা এটি। তিনি আরো জানান, ১৯৪৯ সালের পর এত বড় দাবানল আর হয়নি।
দাবানল ‘খুব দ্রুত’ ছড়িয়ে পড়ছে এবং প্রায় দুই হাজার দমকলকর্মী এটি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন। বর্তমানে এলাকার প্রায় দুই হাজার ৫০০ পরিবার বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছে বলে জানা গেছে। দমকল বাহিনীর মুখপাত্র এরিক ব্রোকার্ডি আরটিএল রেডিওকে জানান, আগুন আগুন ঘণ্টায় ৫.৫ কিলোমিটার বেগে ছড়িয়ে পড়ছে।
কর্মকর্তা ও বিশেষজ্ঞরা সতর্ক করে বলেন, বাতাসের গতিপথের পরিবর্তন হতে পারে। যা দাবানল নিয়ন্ত্রণের প্রচেষ্টাকে আরো জটিল করে তুলতে পারে।