রাশিয়ার বিরুদ্ধে ইইউ কমিশন প্রধানের বিমানের জিপিএস জ্যাম করার অভিযোগ

বুলগেরিয়া কর্তৃপক্ষ মনে করে, জিপিএসের ব্যাঘাত ঘটার পেছনে রাশিয়ার ভূমিকা ছিল।

নয়া দিগন্ত অনলাইন
ইইউ কমিশনের প্রধান উরসুলা ফন ডেয়ার
ইইউ কমিশনের প্রধান উরসুলা ফন ডেয়ার |সংগৃহীত

ইইউ কমিশনের প্রধান উরসুলা ফন ডেয়ার সোমবার বুলগেরিয়া যাবার পথে বিমানের জিপিএস প্রযুক্তিকে কেউ ইচ্ছাকৃতভাবে বিকল করে দেয়।

কমিশনের এক মুখপাত্র আরিয়ানা পোডেস্টা বলেন, ‘আমরা নিশ্চিত করতে পারি যে- জিপিএস জ্যাম হওয়া সত্ত্বেও বিমানটি নিরাপদভাবে অবতরণ করতে পেরেছে।’

নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী রাশিয়ার প্রতিবেশী দেশ বুলগেরিয়া ও বেলারুশ সফরে বেরিয়ে পড়েন ফন ডেয়ার লায়েন, জানান পোডেস্টা। বুলগেরিয়া কর্তৃপক্ষ মনে করে, জিপিএসের ব্যাঘাত ঘটার পেছনে রাশিয়ার ভূমিকা ছিল।

পোডেস্টা বলেন, ‘আমরা রাশিয়ার নিয়মিত বৈরি আচরণের সাথে অভ্যস্ত, যেখানে তারা প্রায়ই হুমকি বা ভয় দেখানোর নানা পন্থা অবলম্বন করে। এরপর অবশ্যই ইইউ প্রতিরক্ষা খাতে ব্যয় ও ইউরোপের প্রস্তুতিতে বিনিয়োগ করে যাবে।’

এক বিবৃতিতে বুলগেরিয়া কর্তৃপক্ষ জানায়, ‘বিমানটি যে স্যাটেলাইট প্রযুক্তি ব্যবহার করছিল, তাতে ব্যাঘাত ঘটানো হয়। যখন বিমানটি প্লভদিভ বিমানবন্দরের কাছে আসে, তখনই জিপিএস সিগনাল চলে যায়।’

ইউরোপীয় নিরাপত্তা ও প্রতিরক্ষা বিষয়ক আলোচনায় যোগ দিতে রোববার বুলগেরিয়াতে পৌঁছান ইউরোপিয়ান কমিশনের প্রধান উরসুলা ফন ডেয়ার লায়েন। সেখানে তিনি দেখা করেন দেশটির প্রধান মন্ত্রী রোজেন ঝেলিয়াজকভের সাথে।