যুক্তরাজ্যের একটি জাদুঘর থেকে সেপ্টেম্বরের শেষের দিকে ৬০০-র বেশি নিদর্শন চুরি হয়েছে। বৃহস্পতিবার এক বিবৃতিতে স্থানীয় পুলিশ এই তথ্য নিশ্চিত করে।
পুলিশ জানায়, চুরি যাওয়া জিনিসগুলোর মধ্যে সামরিক পদক, গয়না, ব্যাজ, অলঙ্কার, খোদাই করা হাতির দাঁত, রুপার জিনিস ও ব্রোঞ্জের মূর্তি ছিল। এছাড়া কিছু প্রাকৃতিক ইতিহাসের নমুনাও উধাও হয়েছে।
পুলিশ আরো জানিয়েছে, ‘৬০০-র বেশি ধরনের নিদর্শন নিয়ে গেছে চোরের দল।’
তদন্ত কর্মকর্তা ড্যান বারগান বলেন, ‘এসব জিনিসের সাংস্কৃতিক মূল্য অনেক। শহরের জন্য এটি বড় ক্ষতি।’
তিনি আরো বলেন, ‘অনেক জিনিস ছিল দানের। এগুলো ব্রিটিশ ইতিহাসের জটিল এক সময়কে বুঝতে সাহায্য করে।’
উল্লেখ্য, চুরির ঘটনাটি ঘটেছে ২৫ সেপ্টেম্বর রাত ১টা থেকে ২টার মধ্যে ব্রিস্টলের কাম্বারল্যান্ড রোড এলাকায়। পুলিশ এখন সিসিটিভিতে দেখা চারজনকে শনাক্ত করতে চায়। তারা ক্যাপ বা হুডি পরে ছিল।
সূত্র : আনন্দবাজার পত্রিকা



