যুক্তরাষ্ট্র ও রাশিয়ার শান্তি চুক্তির খসড়া প্রস্তুতিতে হোয়াইট হাউসের সাথে কাজ করতে সম্মত হয়েছে ইউক্রেন। দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এ তথ্য জানিয়েছেন। তবে এই খসড়া চুক্তি নিয়ে এখন কী আলোচনা হচ্ছে তা জানায়নি ইউক্রেন।
শুক্রবার (২১ নভেম্বর) ডয়চে ভেলে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
অন্যদিকে, রাশিয়ার সাথে আলোচনার পর তৈরি এই শান্তি চুক্তিতে অনুমোদন দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
বার্তাসংস্থা এএফপি জানিয়েছে, রাশিয়ার দখলে থাকা অঞ্চলকে তাদের অধীনেই ছেড়ে দিতে হবে কিয়েভকে। এবং তাদের সামরিক বাহিনীকে অর্ধেকের নীচে নামিয়ে আনতে হবে।
হোয়াইট হাউস জানিয়েছে, নতুন খসড়া চুক্তি দুই দেশের জন্যেই ভালো হবে বলে মনে করে তারা।
অন্যদিকে, বৃহস্পতিবার বিষয়টি নিয়ে বৈঠকে বসছেন ইউরোপীয় ইউনিয়নের নেতারা। তারা কিয়েভের প্রতি তাদের সমর্থনের কথা স্পষ্ট করে দিয়েছেন।



