যুক্তরাষ্ট্রের প্রতি ইউক্রেনের ‘কোনো কৃতজ্ঞতাবোধ নেই’ : ট্রাম্প

ইউক্রেন রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে ওয়াশিংটনের সহায়তার জন্য ‘কৃতজ্ঞতা’ প্রকাশ করছে না।

নয়া দিগন্ত অনলাইন
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প |সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রোববার আবারো অভিযোগ করেছেন, ইউক্রেন রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে ওয়াশিংটনের সহায়তার জন্য ‘কৃতজ্ঞতা’ প্রকাশ করছে না।

ওয়াশিংটন থেকে এএফপি জানায়, ইউক্রেন যুদ্ধ অবসানে মার্কিন পরিকল্পনা নিয়ে রোববার জেনেভায় আলোচনায় বসেছে যুক্তরাষ্ট্র, ইউক্রেইন ও ইউরোপের একাধিক দেশ।

এরই মধ্যে ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে লিখেছেন, ‘ইউক্রেনের নেতৃত্ব আমাদের প্রচেষ্টার জন্য কোনো কৃতজ্ঞতা প্রকাশ করেনি।’

সূত্র : এএফপি/বাসস