হাঙ্গেরিতে প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবিতে বিক্ষোভ

সাম্প্রতিক বছরগুলোতে একাধিক হাই-প্রোফাইল শিশু নির্যাতন-কেলেঙ্কারি সরকারকে চাপের মুখে ফেলেছে।

নয়া দিগন্ত অনলাইন
বুদাপেস্টে বিক্ষোভে অংশ নেন হাজার হাজার মানুষ
বুদাপেস্টে বিক্ষোভে অংশ নেন হাজার হাজার মানুষ |সংগৃহীত

হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবানের পদত্যাগ দাবিতে শনিবার (১৪ ডিসেম্বর) দেশটির রাজধানী বুদাপেস্টে বিক্ষোভ হয়েছে। শিশু নির্যাতন-কেলেঙ্কারির ঘটনায় যথাযথ ব্যবস্থা গ্রহণে ব্যর্থতার কারণে হাজার হাজার মানুষ এ বিক্ষোভে অংশ নিয়েছেন।

অরবান ২০১০ সালে ক্ষমতায় ফিরে আসার পর থেকে শিশুদের সুরক্ষাকে অগ্রাধিকার দেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে একাধিক হাই-প্রোফাইল শিশু নির্যাতন-কেলেঙ্কারি তার সরকারকে চাপের মুখে ফেলেছে।

সেপ্টেম্বরে বুদাপেস্টে একটি কিশোর বন্দী শিবির সম্পর্কে নতুন অভিযোগ সামনে আসার পর বিরোধী দল টিআইএসজার নেতা পিটার ম্যাগিয়ারের নেতৃত্বে শনিবার থেকে বিক্ষোভ শুরু হয়। কেন্দ্রের নিরাপত্তা ক্যামেরার ফুটেজে দেখা গেছে, সজোলো স্ট্রিট কিশোর বন্দী শিবিরের পরিচালক একটি ছেলের মাথায় লাথি মারছেন।

এই ঘটনার পর চলতি সপ্তাহের শুরুতে চার কর্মীকে হেফাজতে নেয়া হয়েছে। সরকার ঘোষণা করেছে, তারা এ ধরনের সব শিশু কেন্দ্র সরাসরি পুলিশের তত্ত্বাবধানে রাখবে।

শনিবার হাজার হাজার বিক্ষোভকারী বুদাপেস্টের রাস্তা দিয়ে ‘শিশুদের রক্ষা করুন!’ লেখা ব্যানার নিয়ে হেঁটে যান এবং অপরাধীদের বিরুদ্ধে আরো ব্যবস্থা নেয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। বেশ কয়েক বছর আগের একটি মামলায় শারীরিক নির্যাতনের শিকারদের সাথে সংহতি প্রকাশ করে অনেকেই হাতে ছোট ছোট খেলনা ও মশালও বহন করেন।

শুক্রবার ২০২১ সালের একটি অপ্রকাশিত সরকারি প্রতিবেদনও প্রকাশ করেছে ম্যাগয়ার। সেখানে দেখা গেছে, রাষ্ট্র পরিচালিত প্রতিষ্ঠানগুলোতে এক-পঞ্চমাংশেরও বেশি শিশু নির্যাতনের শিকার হয়েছে।

অরবানের সরকার জোর দিয়ে বলছে, সন্দেহভাজন শিশু নির্যাতনের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে। তবে শনিবার বিক্ষোভকারীরা বলেছেন, অরবান ও তার সরকার যে পদক্ষেপ নিচ্ছেন তা পর্যাপ্ত নয়।

সূত্র : আল জাজিরা