ইউক্রেন-রাশিয়ার পাল্টাপাল্টি হামলায় নিহত ৭

ইউক্রেনের নিপ্রোপেত্রোভস্ক, মাইকোলাইভ, চেরনিহিভ, জাপোরিঝিয়া, পোলতাভা, কিয়েভ, ওডেসা, সুমি ও খারকিভ অঞ্চলে রাশিয়া রাতভর আক্রমণ চালিয়েছে।

নয়া দিগন্ত অনলাইন

ইউক্রেনে রাতভর রাশিয়ার ‘ব্যাপক’ বিমান হামলায় কমপক্ষে তিনজন নিহত এবং ৩০ জনেরও বেশি আহত হয়েছেন বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এদিকে ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ায় চারজন নিহত হয়েছেন।

শনিবার (২০ সেপ্টেম্বর) রাতে বিবিসি এক প্রতিবেদন এসব তথ্য জানিয়েছে।

মস্কো ৬১৯টি ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বলে জানিয়েছে ইউক্রেনের বিমান বাহিনী। অন্যদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তাদের ‘ব্যাপক হামলায়’ ‘নির্ভুল অস্ত্র’ ব্যবহার করা হয়েছে এবং সামরিক-শিল্প স্থাপনা লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।

রাশিয়া আরো জানিয়েছে, সামারা অঞ্চলে ইউক্রেনের ড্রোন হামলায় চারজন নিহত হয়েছেন। ড্রোন হামলাটি সেখানকার একটি প্রধান তেল শোধনাগারকে লক্ষ্য করে করা হয়েছে। এছাড়াও পাশের সারাতোভ অঞ্চলে আরেকটি রুশ তেল শোধনাগার ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে কিয়েভ।

সামাজিক যোগাযোগমাধ্যমে এক বার্তায় জেলেনস্কি বলেন, ইউক্রেনের নিপ্রোপেত্রোভস্ক, মাইকোলাইভ, চেরনিহিভ, জাপোরিঝিয়া, পোলতাভা, কিয়েভ, ওডেসা, সুমি ও খারকিভ অঞ্চলে রাশিয়া রাতভর আক্রমণ চালিয়েছে। এতে আবাসিক এলাকা ও বেসামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে।