সন্ত্রাসী হামলার আশঙ্কায় প‍্যারিসে নতুন বছরের ঐতিহাসিক কনসার্ট বাতিল

কর্তৃপক্ষ সরাসরি বা আসন্ন কোনো সন্ত্রাসী হুমকির কথা উল্লেখ না করেই সতর্ক অবস্থান নিয়েছে। তবে, ফ্রান্স এখনো উচ্চ নিরাপত্তা সতর্কতায় রয়েছে এবং প্রতীকী বড় ইভেন্টগুলো সবসময় সম্ভাব্য লক্ষ্য হিসেবে বিবেচিত হয়।

মোহাম্মদ মাহবুব হোসাইন, প্যারিস (ফ্রান্স)
প‍্যারিসে ঐতিহাসিক কনসার্ট বাতিল
প‍্যারিসে ঐতিহাসিক কনসার্ট বাতিল |নয়া দিগন্ত

ফ্রান্সের প‍্যারিসে সন্ত্রাসী হামলার আশঙ্কায় নতুন বছরের ঐতিহাসিক কনসার্ট বাতিল করা হয়েছে।

এ বিষয়ে ফরাসি সাংবাদিক আলেকজান্ডার সিয়ার্ল সতর্ক করে বলেছেন, ‘সম্ভাব্য সন্ত্রাসী হুমকির মুখে প্যারিস, ‘ক্রমশ আরো সতর্ক’ হয়ে উঠছে’।

এ বছর পূর্বে ধারণকৃত কনসার্টটি টেলিভিশনে সম্প্রচার করা হবে এবং আর্ক দ্য ত্রিয়ঁফ-এ আতশবাজি প্রদর্শনী যথারীতি অনুষ্ঠিত হবে।

এ সিদ্ধান্তটি এসেছে প্যারিস পুলিশ প্রিফেকচারের অনুরোধে, তারা সতর্ক করে জানিয়েছে, রাজধানীর বিখ্যাত এ অ্যাভিনিউতে; যা বিলাসবহুল দোকান ও রেস্তোরাঁর জন্য পরিচিত। বড় আকারের খোলা জায়গার কনসার্ট আয়োজন করাটা নিরাপত্তা ঝুঁকি তৈরি করবে।

সাম্প্রতিক বছরগুলোতে, নতুন বছরের উদযাপন প্যারিসে কয়েক লাখ মানুষকে আকর্ষণ করেছে। কখনো কখনো অংশগ্রহণকারীর সংখ্যা ১০ লাখের কাছাকাছি পৌঁছেছে; যার ফলে জনসমাগম নিয়ন্ত্রণে হাজার হাজার পুলিশ সদস্য মোতায়েন করতে হয়।

প্রতিবেদনগুলোতে দেখা যাচ্ছে যে, শঁ জেলিজেতে সহিংসতার ঘটনাগুলোর সংখ্যা বাড়ছে, যার মধ্যে কিছু সংঘর্ষ ও লুটপাটের ঘটনাও রয়েছে, বিশেষ কিছু গোষ্ঠীর জড়িত থাকার অভিযোগ রয়েছে; যা জননিরাপত্তা নিয়ে উদ্বেগ আরো বাড়িয়ে তুলেছে।

জিবি নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে সাংবাদিক মি. সিয়ার্ল বলেন, ‘কর্তৃপক্ষ সরাসরি বা আসন্ন কোনো সন্ত্রাসী হুমকির কথা উল্লেখ না করেই সতর্ক অবস্থান নিয়েছে। তবে, ফ্রান্স এখনো উচ্চ নিরাপত্তা সতর্কতায় রয়েছে এবং প্রতীকী বড় ইভেন্টগুলো সবসময় সম্ভাব্য লক্ষ্য হিসেবে বিবেচিত হয়।’

তিনি বলেন, ‘যদিও সন্ত্রাসবাদের কথা সরাসরি বলা হয়নি, তবুও তা পটভূমির ঝুঁকি বিশ্লেষণের একটি অংশ হিসেবে বিবেচিত হয়েছে। যা জনশৃঙ্খলা পরিস্থিতি ও পুলিশি সক্ষমতার সাথে বিবেচনায় নেয়া হয়।’

এ সিদ্ধান্তের পক্ষে থাকা সমর্থকরা বলছেন, এটি ঝুঁকি মোকাবেলায় দায়িত্বশীল ব্যবস্থাপনার উদাহরণ। বড় ধরনের কোনো ঘটনার ঝুঁকি নেয়ার চেয়ে আয়োজনে কাটছাঁট করাই ভালো।

জিবি নিউজের উপস্থাপক মার্টিন ডবনি বলেন, ‘সমালোচকরা পাল্টা যুক্তি দিচ্ছেন যে, এ ধরনের একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠান বাতিল করা আসলে নীরব স্বীকারোক্তি।’