ইউক্রেনের ওডেসা শহরের মেয়র গেন্নাদি ত্রুখানভের রাশিয়ার পাসপোর্ট থাকার অভিযোগে তার নাগরিকত্ব বাতিল করেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ওডেসা শহর এখন সামরিক প্রশাসন অধীনে পরিচালিত হবে।
মঙ্গলবার (১৪ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে ইউক্রেনের এসবিইউ নিরাপত্তা পরিষেবা জেলেনস্কির স্বাক্ষরিত একটি ডিক্রির উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, ওডেসার মেয়র গেন্নাদি ত্রুখানভ ইউক্রেনীয় নাগরিকত্ব স্থগিত করা হয়েছে। তার বিরুদ্ধে ‘আক্রমণকারী দেশের বৈধ আন্তর্জাতিক পাসপোর্ট থাকার’ অভিযোগ তুলেছে এসবিইউ।
ইউক্রেনে নাগরিকদের রাশিয়ার নাগরিকত্ব থাকার বিষয়ে বিধি-নিষেধ রয়েছে। ফলে ত্রুখানভকে দেশ থেকে নির্বাসিত করা হতে পারে। রাশিয়া ২০২২ সালে ইউক্রেনে পূর্ণ মাত্রায় আক্রমণ শুরু করেছিল।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া একটি পোস্টে জেলেনস্কি বলেন, তিনি এসবিইউ-এর প্রধানের সাথে একটি বৈঠক করেছেন। ওই বৈঠকে ইউক্রেনের দক্ষিণাঞ্চলের পাশাপাশি ফ্রন্ট-লাইন ও সীমান্ত অঞ্চলে রাশিয়ান অ্যাজেন্ট নেটওয়ার্ক ও সহযোগীদের মোকাবেলা’ সম্পর্কে এসবিইউ রিপোর্ট করে।
তিনি বলেন, ‘কিছু ব্যক্তির রাশিয়ার নাগরিকত্ব থাকার বিষয়টি এসবিইউ প্রধান নিশ্চিত করেছেন। তাদের বিষয়ে প্রাসঙ্গিক সিদ্ধান্ত নেয়া হয়েছে। আমি ডিক্রিতে স্বাক্ষর করেছি।’
ইউক্রেনের সাবেক সংসদ সদস্য ত্রুখানভ ২০১৪ সাল থেকে ওডেসার মেয়র হিসেবে দায়িত্ব পালন করেন। নাগরিকত্ব প্রত্যাহারের ঘোষণার পর টেলিগ্রামে পোস্ট করা একটি ভিডিও বার্তায় তিনি জোর দিয়ে বলেন, ‘আমার কোনো রাশিয়ার পাসপোর্ট নেই। আমি একজন ইউক্রেনীয় নাগরিক।’
সূত্র : আল জাজিরা