ল্যুভর জাদুঘরে দুর্ধর্ষ চুরি, ৭ মিনিটেই মিশন শেষ

ফ্রান্সের রাজধানী প্যারিসের ল্যুভর জাদুঘরে একটি দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে

নয়া দিগন্ত অনলাইন
ল্যুভর জাদুঘর
ল্যুভর জাদুঘর |আল জাজিরা

ফ্রান্সের রাজধানী প্যারিসের ল্যুভর জাদুঘরে একটি দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। আজ রোববার সকালে জাদুঘরটি থেকে অমূল্য কিছু স্বর্ণের হার ‍চুরি করে নিয়ে যায়। আর এই কাজটি করতে তাদের মাত্র সাত মিনিট সময় ব্যয় হয়।

ফরাসি সংস্কৃতি মন্ত্রণালয় ও ওয়াকিফহাল একটি সূত্রের বরাতে আল জাজিরা এই তথ্য জানিয়েছে।

ল্যুভর জাদুঘরটি বিশ্বের সর্বাধিক দর্শনীয় জাদুঘর। এটিকে সাময়িকভাবে পুরো দিনের জন্য বন্ধ রাখা হয়েছে। বিস্তারিত তথ্য থেকে জানা যাচ্ছে, প্রাথমিক অনুমান অনুসারে চুরিকার্যটি স্থানীয় সময় সকাল ৯টা ৩০ মিনিট থেকে ৯টা ৪০ মিনিটের মধ্যে হয়েছে। আর চুরে যাওয়া জিনিসগুলোর দাম মূল্যায়নের চেষ্টা চলছে।

ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, ল্যুভর জাদুঘর থেকে যে জিনিসগুলো চুরি হয়েছে, এর কোনো মূল্য হয় না। এগুলো ঐতিহ্যবাহী সম্পদ। মূল্য দিয়ে একে মূল্যায়ন করা যায় না।

তিনি আরো বলেন, তিন থেকে চারজন মিলে এই দুর্ধর্ষ চুরিটি করেছে। মাত্র সাত মিনিটে তারা এই কর্মযজ্ঞ সম্পন্ন করে। এর জন্য তারা জাদুঘরে বাইরে একটি ট্রাক রাখে। এর উপর একটি ক্রেন বসিয়ে তারা অ্যাপেলো কক্ষে প্রবেশ করে। এরপর ওই কক্ষের দুটি তাকের জিনিসপত্র চুরি করে।

নিরাপত্তা সূত্র জানিয়েছে, চোরেরা কাঙ্ক্ষিত কক্ষে পৌঁছাতে মালবাহী লিফট ব্যবহার করেছে। এ সময় তাদের কাছে কিছু ছোট ছোট বৈদ্যুতিক করাতও ছিল।

ফ্রান্সের সংস্কৃতিমন্ত্রী রাচিদা দাতি এক্সবার্তায় বলেন, ‘রোববার সকালে জাদুঘর খোলার সময়ই ঘটনাটি ঘটে।’ পোস্টে তিনি আরো জানান, তিনি ঘটনাস্থলে উপস্থিত আছেন এবং পুলিশ সেখানে তদন্ত চালাচ্ছে।

জাদুঘর কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, ‘অনিবার্য কারণবশত রোববার জাদুঘর বন্ধ থাকবে।’ এর চেয়ে বিস্তারিত জানায়নি জাদুঘর কর্তৃপক্ষ।

ফরাসি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হচ্ছে, ‘জাদুঘর থেকে কিছু জুয়েলারি পণ্য চুরি হয়েছে। তিনজন মুখোশধারী ব্যক্তি একটি সংস্কার কাজ চলা ভবনে একটি মালবাহী লিফট ব্যবহার করে অ্যাপোলো গ্যালারিতে প্রবেশ করে। যেখানে ফ্রান্সের রাজমুকুটের অবশিষ্ট অলঙ্কারসমূহ সংরক্ষিত রয়েছে।’

সূত্র : আল জাজিরা ও বিবিসি