গ্রিসের লেসবোস দ্বীপে অভিবাসী বহনকারী একটি নৌকা ডুবে যাওয়ার পর দেশটির উপকূলরক্ষী বাহিনী চারজনের লাশ উদ্ধার করেছে। নৌকাটিতে ৩৮ ব্যক্তি ছিলেন।
মঙ্গলবার এথেন্স থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর নিশ্চিত করেছে।
পুলিশের একজন মুখপাত্র জানান, চারজনের লাশ পাওয়া গেছে এবং উপকূল থেকে ৩৪ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
তিনি আরো বলেন, হতাহতদের শনাক্ত করার কাজ চলছে।
গ্রিসের সংবাদ সংস্থা এএনএ’র বরাতে এএফপি জানিয়েছে, প্রবল বাতাসের কারণে ১.৫ মিটার (পাঁচ ফুট) পর্যন্ত উঁচু ঢেউ উঠলে অভিবাসী বহনকারী নৌকাটি উপকূলের কাছে আছড়ে পড়ে এবং ডুবে যায়। বেঁচে যাওয়া বেশিরভাগই আফ্রিকার বিভিন্ন দেশ থেকে এসেছে।
ওই এলাকা দিয়ে প্রায়শই বিপজ্জনকভাবে অভিবাসনপ্রত্যাশীরা যাতায়াত করেন। ঝুঁকিপূর্ণ এই যাত্রায় মাঝে মাঝেই দুর্ঘটনা ঘটে প্রাণহানি হয়।