রোমানিয়ার আকাশসীমায় রুশ ড্রোন প্রবেশকে ইউক্রেনের উস্কানি বলে দাবি করেছে রাশিয়া। ড্রোন অনুপ্রবেশ ঘটনার পরিপ্রেক্ষিতে পররাষ্ট্র মন্ত্রণালয় মস্কোর রাষ্ট্রদূতকে তলব করার পর রোমানিয়ার রুশ দূতাবাস এ কথা জানিয়েছে।
রাষ্ট্রদূত ভ্লাদিমির লিপায়েভ বলেছেন, অনুপ্রবেশের ঘটনায় রাশিয়াকে দায়ী করার রোমানিয়ার অভিযোগ ‘ভিত্তিহীন’।
দূতাবাসের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘সমস্ত তথ্য দেখে মনে হচ্ছে যে এটি ছিল কিয়েভ সরকারের ইচ্ছাকৃত উস্কানিমূলক ঘটনা।
রোমানিয়ার আকাশসীমায় রোববার রাশিয়ান ড্রোন অনুপ্রবেশের ঘটনায় রাশিয়ার রাষ্ট্রদূতকে তলব করে রোমানিয়া। প্রতিবেশী রাষ্ট্র ইউক্রেনে হামলার সময় একটি রুশ ড্রোন দেশটির আকাশ সীমায় ঢুকে পড়ে। রোমানিয়া এই ড্রোন অনুপ্রবেশের প্রতিবাদ জানিয়েছে।
ন্যাটোর সহযোগী সদস্য পোল্যান্ড জানিয়েছে, রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে আক্রমণ শুরু করার সময় তাদের আকাশসীমা লঙ্ঘনকারী রাশিয়ান ড্রোনগুলোকে তারা গুলি করে ভূপাতিত করেছে।
বুখারেস্ট থেকে বার্তাসংস্থা এএফপি জানিয়েছে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ক্রেমলিনকে রোমানিয়ার ধৈর্য্যের ‘পরীক্ষা’ করার এবং অনুপ্রবেশের মাধ্যমে পোল্যান্ডসহ গোটা বাল্টিক অঞ্চলে ‘যুদ্ধ ছড়িয়ে দিতে’ চায় বলে অভিযোগ করেছেন।
এর আগে রোববার ন্যাটো সদস্য রোমানিয়া বলেছে, মস্কোর পদক্ষেপ কৃষ্ণ সাগরের নিরাপত্তার জন্য একটি ‘নতুন চ্যালেঞ্জ’ তৈরি করেছে।
পররাষ্ট্রমন্ত্রী ওয়ানা তোইউ জানান, শনিবারের আকাশসীমা লঙ্ঘনের ঘটনায় বুখারেস্টে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত ভ্লাদিমির লিপায়েভকে মন্ত্রণালয়ে তলব করা হবে।
রোববার সন্ধ্যায় ওই বৈঠকের পর মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, রোমানিয়া ‘এই অগ্রহণযোগ্য ও দায়িত্বজ্ঞানহীন’ কাজের বিরুদ্ধে তার তীব্র প্রতিবাদ জানিয়েছে, যা (তার) সার্বভৌমত্বের লঙ্ঘন।
বিবৃতিতে আরো বলা হয়েছে, ‘এই ধরনের পুনরাবৃত্তিমূলক ঘটনা আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি বৃদ্ধিতে প্রসারে অবদান রাখে।’
বিবৃতিতে বলা হয়েছে, ভবিষ্যতে (আকাশসীমা) যে কোনো লঙ্ঘন রোধ করার জন্য মস্কোকে ‘জরুরিভাবে’ অনুরোধ করা হয়েছে।
গত সপ্তাহে পোল্যান্ড তার আকাশসীমায় রাশিয়ান ড্রোনের অনুপ্রবেশের নিন্দা জানিয়ে মস্কোকে পরিবর্তীতে যে কোনো ধরনের ‘উস্কানি’ এড়ানোর আহ্বান জানিয়েছে।
জার্মান পররাষ্ট্রমন্ত্রী জোহান ওয়াদেফুল রোববার অনলাইনে এক পোস্টে রোমানিয়ার ড্রোন ঘটনাকে ‘ইইউ ও ন্যাটোর ঘনিষ্ঠ অংশীদারের সার্বভৌমত্বের আরেকটি অগ্রহণযোগ্য লঙ্ঘন’ বলে অভিহিত করেছেন।
সূত্র : বাসস