তিউনিসিয়ায় জাহাজডুবি, ৪০ আফ্রিকান অভিবাসী নিহত

তিউনিসিয়া উপকূলে আজ একটি জাহাজডুবে আফ্রিকা থেকে আসা ৪০ জন অভিবাসনপ্রত্যাশী নিহত হয়েছে। এছাড়া আরো ৩০ জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়।

নয়া দিগন্ত অনলাইন
তিউনিসিয়ায় জাহাজডুবি
তিউনিসিয়ায় জাহাজডুবি |সংগৃহীত

তিউনিসিয়া উপকূলে আজ একটি জাহাজডুবে আফ্রিকা থেকে আসা ৪০ জন অভিবাসনপ্রত্যাশী নিহত হয়েছে। এছাড়া আরো ৩০ জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়।

তিউনিস থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

তিউনিসিয়ার মাহদিয়া পাবলিক প্রসিকিউটর অফিসের মুখপাত্র ওয়ালিদ ছাতাবরি বলেন, প্রাথমিক তদন্তে ইঙ্গিত পাওয়া গেছে যে জাহাজটিতে ৭০ জন আরোহী ছিল।

তিনি আরো বলেন, শিশুসহ ৪০ জনের লাশ উদ্ধার করা হয়েছে। এ সময় ৩০ জনকে জীবিত উদ্ধার করা হয়। তারা আফ্রিকার বিভিন্ন দেশের নাগরিক।

সূত্র : এএফপি/বাসস