ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নেতারা বৃহস্পতিবার (২৩ অক্টোবর) ইউক্রেনে আরো দুই বছর অর্থসহায়তা দেয়ার বিকল্প উপায় খুঁজে বের করতে বলেছেন ইউরোপীয় কমিশনকে। এতে রাশিয়ার জব্দ করা সম্পদ ব্যবহার করে বড় অঙ্কের ঋণ দেয়ার সম্ভাবনার পথও খোলা রাখা হয়েছে।
বার্তাসংস্থা এএফপি জানিয়েছে, ব্রাসেলসে দীর্ঘ বৈঠকের পর গৃহীত সিদ্ধান্তে ইইউ নেতারা ১৪০ বিলিয়ন ইউরো (১৬২ বিলিয়ন ডলার) মূল্যের ‘ক্ষতিপূরণ ঋণ’ পরিকল্পনায় এখনই অনুমোদন দেননি। বিষয়টি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে ডিসেম্বর মাসে।
তবে কূটনীতিকরা বলছেন, দলিলটি একটি সম্ভাব্য সমঝোতার দিকে অগ্রসর হওয়ার ইঙ্গিত দিচ্ছে। যদিও বেলজিয়ামের তীব্র আপত্তির মুখে একে কিছুটা নমনীয় করা হয়েছে। ২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন শুরুর পর রুশ কেন্দ্রীয় ব্যাংকের বিপুল সম্পদ বেলজিয়ামে অবরুদ্ধ হয়ে পড়ে।
ইউরোপীয় কাউন্সিলের সভাপতি আন্তোনিও কস্তা এক সংবাদ সম্মেলনে বলেন, ‘ইইউ আগামী দুই বছরের জন্য ইউক্রেনের আর্থিক চাহিদা মেটাতে প্রতিশ্রুতিবদ্ধ। রাশিয়ার এটা ভালোভাবে মনে রাখা উচিত যে ইউক্রেন তার আত্মরক্ষার জন্য প্রয়োজনীয় আর্থিক সম্পদ পাবে।’
রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংকের প্রায় ২০০ বিলিয়ন ইউরোর সম্পদ ২০২২ সালে জব্দ করে ইউরোপীয় ইউনিয়ন। এই সম্পদ বাজেয়াপ্ত না করে ইউক্রেনকে বিপুল পরিমাণ ঋণ সহায়তা দেয়ার জন্য ব্যবহার করার প্রস্তাব দিয়েছে ইউরোপীয় কমিশন।
কমিশনের প্রধান উরসুলা ভন দার লিয়েন বলেন, ‘প্রস্তাবটি বাস্তবায়নে অনেক কঠিন পথ পাড়ি দিতে হবে। আমরা ক্ষতিপূরণ ঋণ বিষয়ে একমত হয়েছি। এখন আমাদের কাজ হলো এটি কিভাবে বাস্তবায়ন করা যায় তা নির্ধারণ করা।’
ইউরোপের সমর্থন পেতে ব্রাসেলসে উপস্থিত ছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি এই সিদ্ধান্তকে ‘রাজনৈতিক সমর্থনের ইঙ্গিত’ হিসেবে স্বাগত জানান।
সূত্র : বাসস



