লন্ডনে ফিলিস্তিনের পক্ষে বিক্ষোভ করায় ৪২৫ জনের বেশি গ্রেফতার

‘এই বিক্ষোভ মিছিলে এমনও অনেক মানুষ অংশ নিয়েছে, যারা জীবনে কখনো কোনো আন্দোলনে অংশ নেননি। তারা মূলত বিবেকের তাড়নায় এই বিক্ষোভে অংশ নিয়েছেন।’

নয়া দিগন্ত অনলাইন
বিক্ষোভ দমন করছে যুক্তরাজ্য পুলিশ
বিক্ষোভ দমন করছে যুক্তরাজ্য পুলিশ |আল জাজিরা

ফিলিস্তিনে ইসরাইলি আগ্রাসনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করায় মধ্য লন্ডন থেকে ৪২৫ জনের বেশি বিক্ষোভকারীকে গ্রেফতার করেছে যুক্তরাজ্য পুলিশ। শনিবার (৬ সেপ্টেম্বর) তাদের গ্রেফতার করা হয়।

যুক্তরাজ্য পুলিশ জানিয়েছে, গতকাল মধ্য লন্ডনে এক বিশাল বিক্ষোভ মিছিল করে প্যালেস্টাইন অ্যাকশন নামের একটি সংগঠনটি। গত জুলাই মাসে তাদেরকে উগ্রবাদি সংগঠন হিসেবে নিষিদ্ধ করা হয় এবং তাদের প্রতি সমর্থন জানানোকে অবৈধ ঘোষণা করা হয়।

সূত্রটি আরো জানায়, বিক্ষোভে অংশ নিলে যেহেতু এই নিষিদ্ধ সংগঠনের প্রতি সমর্থন জানানো হয়, সেজন্য তাদের ডাকা বিক্ষোভে অংশগ্রহণের অভিযোগে ৪২৫ জনের বেশি অংশগ্রহণকারীকে গ্রেফতার করা হয়েছে।

তবে বিক্ষোভে অংশগ্রহণকারী ক্লাউস হুবার বলেন, আমাদের এই সামান্য প্রতিবাদে রাষ্ট্রের যে প্রতিক্রিয়া, তা সম্পূর্ণ অযৌক্তিক। আমি তো ফিলিস্তিনে আগ্রাসন এবং প্যালেস্টাইন অ্যাকশনের উপর দেয়া অন্যায় নিষেধাজ্ঞার প্রতিবাদ জানাতে এখানে এসেছি।

আরেক বিক্ষোভকারী তামারা আবুদ বলেন, ফিলিস্তিনের বিরুদ্ধে ইসরাইলের যুদ্ধ অনেক মানুষকে আন্দোলনে উদ্বুদ্ধ করেছে।

তিনি বলেন, এই বিক্ষোভ মিছিলে এমনও অনেক মানুষ অংশ নিয়েছে, যারা জীবনে কখনো কোনো আন্দোলনে অংশ নেননি। তারা মূলত বিবেকের তাড়নায় এই বিক্ষোভে অংশ নিয়েছেন।

এই বিক্ষোভকারী আরো বলেন, অংশগ্রহণকারীরা ভাবছেন, আমাদের চোখের সামনেই এমন নৃশংসতা ঘটছে। আমরা কেবল সোফায় বসে বসে এই ভয়াবহতা দেখব; কিছুই বলব না। এটা হয় না।

সূত্র : আল জাজিরা